English

15 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

ফিল্ম ক্লাবের নির্বাচনে জয়ী নায়িকা পলি

- Advertisements -

নাসিম রুমি:ঢাকার চলচ্চিত্রাঙ্গণের আলোচিত ও সমালোচিত নায়িকাদের একজন পলি। নব্বই দশকের শেষভাগে তিনি ঢাকাই সিনেমার ব্যস্ত ও চাহিদাসম্পন্ন নায়িকা ছিলেন। দীর্ঘদিন পর্দায় নিয়মিত না থাকলেও বর্তমানে স্বামী ও সন্তানসহ রাজধানীর গুলশানে বসবাস করছেন। চলচ্চিত্রসংক্রান্ত বিভিন্ন আয়োজনে তিনি এখনও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।

সম্প্রতি পলি নতুন এক কারণে আলোচনায় এসেছেন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। সামসুল আলম-জাহাঙ্গীর সিকদার পরিষদ থেকে ২৪০ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী।

এই পরিষদ থেকে সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদারসহ মোট সাতজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে, লায়ন নজরুল ইসলাম-অপূর্ব রায় পরিষদ থেকে অপূর্ব রায়সহ চারজন প্রার্থী জয় লাভ করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সর্বাধিক জনপ্রিয়তা দেখিয়েছেন অপূর্ব রায়।

খুলনার সন্তান পলির চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০১ সালে, প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ‘ফায়ার’ সিনেমায় প্রথমবার অভিনয় করে। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হোসেন এবং মুক্তির পর দর্শকের নজর কাড়ে। এরপর টানা ১১৩টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন পলি।

চলচ্চিত্র জীবনে পলি মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সে সময়ের প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি পর্দায় তার উপস্থিতি ও জনপ্রিয়তা তাকে সময়ের শীর্ষ নায়িকাদের কাতারে পৌঁছে দেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/esjg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন