English

27.2 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

ফেরদৌস ওয়াহিদের গোয়েন্দা সিরিজ

- Advertisements -

নন্দিত পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ গানের পাশাপাশি পরিচালনাও করছেন। দীর্ঘ বিরতির পর এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি টিভি সিরিজ। গোয়েন্দা গল্পের এ সিরিজর নাম ‘সিক্রেট ফাইল’-আমরা গোয়েন্দা। এটি পরিচালনার পাশাপাশি মূল চরিত্রে অভিনয়ও করবেন তিনি। এ ছাড়া নতুন কিছু অভিয়নশিল্পীকে দেখা যাবে তাঁর সিরিজে। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে পুরোদমে। বর্ষা মৌসুম শেষ হলেই এর দৃশ্যধারণ শুরু করবেন বলে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গোয়েন্দা গল্পের ওপর আমার বিশেষ দুর্বলতা রয়েছে। অনেকদিন আগ থেকেই ইচ্ছা ছিল এ ধরনের গল্প নিয়ে একটি টিভি ধারাবাহিক নির্মাণের। সময়-সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে এটি নির্মাণ করতে যাচ্ছি। প্রথম সিজনের ৩৫ পর্বের শুটিংয়ের জন্য এখন লোকেশন খুঁজছি। আশা করছি, দর্শক ভিন্ন আয়োজনের একটি সিরিজ উপহার পাবেন।’ গায়ক, অভিনেতা, নির্মাতা পরিচয়ের বাইরেও সম্প্রতি উপস্থাপক হিসেবে হাজির হয়েছেন ফেরদৌস ওয়াহিদ। ‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে তিনি নাম লিখিয়েছেন উপস্থাপনায়। বর্তমানে এটি প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে।

প্রথমবারের মতো উপস্থাপনায়, কেমন অভিজ্ঞতা হলো? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অন্যরকম একটি অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। কারণ, নতুন একটা বিষয় নিয়ে কাজ করলাম। অতিথিদের আমি আমার মতো করে প্রশ্ন করেছি, সবাই যে যার মতো করে উত্তর দিয়েছেন। অতিথিরা দেখলাম বেশ উপভোগ করেছেন আয়োজনটি। তখনই বুঝতে পেরেছি, আমি ভালো করতে পেরেছি।’

এদিকে, ২০২৩ সালের শেষের দিকে একসঙ্গে ২২টি গান করার কথা ঘোষণা দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এগুলো তৈরি হয়েছে। গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ হবে বলে জানান তিনি। নতুন গান ছাড়াও শিগগিরই ‘সন্ধ্যা মায়া’ নামে একটি সিনেমা পরিচালনা করার কথা রয়েছে এই তারকা শিল্পীর। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wrnt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন