English

27 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

ফের মা হতে চলেছেন সানা খান

- Advertisements -

গত বছরের জুলাই মাসে পুত্রসন্তানের মা হন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। তার দেড় বছরের মাথাতেই আবারও মা হতে চলেছেন তিনি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে এ সুখবর জানান তিনি।

পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দু’আ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।’

সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। সেখানে তিনি বলেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।’

এরপর বলেন, ‘কিন্তু যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীদের আঁটসাঁট, বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে? ’

উল্লেখ্য, সানা বিগবস ৬ এবং সালমান খানের  ছবি ‘জয় হোতে’ অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত পেয়েছিলেন। পরে ২০২০ সালে ইসলাম ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করেন সানা খান। তারপর দুবাই প্রবাসী মাওলানা মুফতি আনাস সৈয়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1ct2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন