English

27 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

ফেসবুকে রাজনৈতিক পোস্ট, বিপাশা বললেন এটা আমি নই

- Advertisements -

ফেসবুকে ব্যবহার করেন না অভিনেত্রী বিপাশা হায়াত। অথচ তাঁর নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে রাজনৈতিক পোস্ট দেওয়া হচ্ছে নিয়মিত। এসবের কিছুই জানেন না বিপাশা হায়াত।

আজ সকালে বিপাশা হায়াত নামের সেই ফেসবুক পেজ থেকে জাতীয় সংগীত ও নানান বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দেওয়া হয়েছে! এতে এই অভিনয়শিল্পী বিব্রত ও বিস্মিত।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে স্ক্রিনশট শেয়ার করে বিপাশা লিখেছেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি।’

বিপশা হায়াত বিশেষ ধরনের শিশুদের কল্যাণে এবং সমাজসেবামূলক একটি আয়োজনে অংশ নিতে এ মুহূর্তে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।

সেখান থেকে তিনি বলেন, ‘ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেওয়া হচ্ছে, সেটি আমি নই। যার কিছুই আমি জানি না এবং এসবের কী উদ্দেশ্য, তা–ও আমার বোধগম্য নয়।’

বিপাশা আরও বললেন, ‘আমার নামে অসত্য ফেসবুক কে ব্যবহার করছে, তা আমি জানি না। এটা কার রাজনৈতিক দর্শন, তা-ও আমার জানা নেই।

সেটা ভালো কি খারাপ, তা-ও আমার জানার দরকার নেই। কিন্তু এটা বলতে পারি, এসব মোটেও আমার দর্শন না। এই রাজনৈতিক দর্শনও আমার না। আমার নামে কোনো ফেসবুক পেজ নেই। এসব নেতিবাচক প্রচারণার দায় আমার নয়।’

একটা সময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও এখন সেই মাধ্যমে নেই তিনি। লেখালেখি ও চিত্রকর্ম—এই দুই মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। বরাবরই নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে পছন্দ করেন বিপাশা। বললেনও তা–ই, ‘আমি আমার কাজটাই করতে ভালোবাসি, যে কাজটা আমার, সেটাই করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1v8n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন