নাসিম রুমি: সোশ্যাল মিডিয়ায় তারকারা প্রায়ই নানা রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ভুয়া অ্যাকাউন্ট ও পেজ নিয়ে পড়তে হয় অনেক বিড়ম্বনায়। মাঝে মধ্যেই ভুয়া ফ্যান পেজ থেকে তারকাদের নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়, আসে প্রতারণার অভিযোগও।
এবার এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন অভিনেতা জাহিদ হাসান। রোববার (১৩ অক্টোবর) রাতে এ অভিনেতা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিশ্চিত করেছেন বিষয়টি।
দুটি স্ক্রিনশট দিয়ে জাহিদ হাসান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট। তাদের অনুসরণ করবেন না। তারা আমি নই।’ সেই ছবিতে জাহিদ হাসান নামের একটি ফেসবুক আইডি ও একটি পেজের স্ক্রিনশট।
ভুয়া ফেসবুক আইডি চালানো ব্যক্তিটি আসল জাহিদ হাসানের ফেসবুক স্ট্যাটাস হুবহু কপি করে তাদের আইডিতে একই বার্তা পোস্ট করেছে। আসল জাহিদ হাসানকে ভুয়া প্রমাণ করতে।
এ বিষয়ে জাহিদ হাসান জানান, ফেসবুক আইডি ঘিরে বিব্রত হচ্ছেন। তার নামে কে বা কারা ফেসবুক ব্যবহার করছেন। কয়েকজন এই অভিনেতা ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে জাহিদ হাসান নামে ফেসবুকে আইডি ও পেজ চালু করেছে।
এ প্রসঙ্গে গণমাধ্যমে জাহিদ হাসান বলেন, ‘আমার ছবি দিয়ে এমন অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এরা আমার হয়ে নানা কিছু লিখছে। আবার আমার স্ট্যাটাস কপি করে আমাকেই বানিয়ে দিচ্ছে ভুয়া। কোনটা আসল আর কোনটা নকল, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন দিন-সময় ভালো না। কখন কে আমার ছবি ব্যবহার করে কী লেখে, সেটা নিয়েই চিন্তায় রয়েছি।’
কাজের বাইরে ফেসবুকে অনেকটাই নীরব থাকেন জাহিদ হাসান। তিনি জানান, ফেসবুকে তার বন্ধু সংখ্যাও কম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন সময় কাটাতেও পছন্দ করেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে তার নামে ভুয়া অ্যাকাউন্ট থাকায় চিন্তার মধ্যে রয়েছেন। সেইসঙ্গে ভুয়া আইডির সঙ্গে যুক্ত থেকে বিভ্রান্ত হওয়ার অনুরোধও জানিয়েছেন অভিনেতা।