English

27.2 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা দিয়ে বলিউডে মীনাক্ষী

- Advertisements -

দক্ষিণ ভারতীয় সিনেমায় এই সময়ে আলোচিত মুখ মীনাক্ষী চৌধুরী। ‘গোট’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কর’ ও ‘সংক্রান্তি বসতুনাম’–মতো একের পর এক সফল সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন। সৌন্দর্য আর অনিন্দ্য অভিনয় দিয়ে অল্প সময়ে জয় করে নিয়েছেন অগণিত দর্শকহৃদয়। একইভাবে মনোযোগ কেড়েছেন বড় বড় নির্মাতার। সেই সুবাদে এবার বলিউড সিনেমায় অভিষেক হতে চলেছে মীনাক্ষীর।

আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে মীনাক্ষী চৌধুরীর। অন্যদিকে এই সিনেমা দিয়ে বিরতি ভেঙে বলিউডে ফিরেছেন অভিনেতা জন আব্রাহাম।

শুধু তাই নয়, জন নির্মাতা বিপুল শাহের কাছ থেকে ‘ফোর্স ৩’ সিনেমার রাইটসও কিনে নিয়েছেন। তিনি চাইছেন, এবার সিনেমার গল্পকে একেবারে শিকড়ে ফিরিয়ে আনতে; যেখানে থাকবে দেশি আবেগ, সঙ্গে টানটান অ্যাকশন ও থ্রিলারের জমাট মিশেল। এ কারণে তিনি পরিচালক ভাব ধুলিয়া ও সৃজনশীল টিমের সঙ্গে বসে চিত্রনাট্যের খুঁটিনাটিতে নজর রেখেছেন।

পাশাপাশি বহু অভিনেত্রীর অডিশনের পর শেষমেশ জন আব্রাহাম ও ভাব ধুলিয়া দু’জনেই মীনাক্ষী চৌধুরীকে নির্বাচন করেছেন। শুধু গ্ল্যামার বাড়াতে নয়, এই ছবিতে মীনাক্ষী থাকবেন একেবারে অ্যাকশন-প্যাকড চরিত্রে।

নির্মাতা সূত্রে জানা গেছে, বলিউডে অভিষেক স্মরণীয় করে রাখা এবং অভিনীত চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মীনাক্ষীকে কয়েক মাসের সময় দেওয়া হয়েছে। এই সময়টাতে অভিনেত্রীকে দিয়ে কয়েকটি অ্যাকশন ওয়ার্কশপ করানো হবে, যাতে চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন তিনি।

প্রযোজনা সূত্র আরও জানিয়েছে, আগামী নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘ফোর্স ৩’ সিনেমার শুটিং। বর্তমানে জোরকদমে চলছে প্রি-প্রোডাকশন। এই সিনেমার কাজ শুরুর আগে পরিচালক রোহিত শেঠির সঙ্গে রাকেশ মারিয়া বায়োপিক-এর কাজ শেষ করবেন জন।

অক্টোবরের মধ্যেই সেই শুট শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপরই জন পুরোপুরি মন দেবেন ‘ফোর্স’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ে। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের প্রথমার্ধে। এদিকে জন আব্রাহামের সঙ্গে মীনাক্ষী চৌধুরীর জুটি ইতোমধ্যে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।

‘ফোর্স ৩’ সিনেমায় নতুন এই নায়িকা কেমন চমক দেখান আর জন কীভাবে ফিরিয়ে আনেন ফ্র্যাঞ্চাইজির পুরোনো স্বাদ, তা দেখার জন্য অনেকে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wdm2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন