English

26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
- Advertisement -

ফ্যামিলি ফিউড’ উপস্থাপনায় তাহসান

- Advertisements -

নাসিম রুমি: উপস্থাপনার মঞ্চে আবারো দেখা যাবে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানকে। ওটিটি প্ল্যাটফরম ‘বঙ্গ’তে শিগগিরই আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘ফ্যামিলি ফিউড’-এর বাংলাদেশি সংস্করণ! বিশ্বের ৫০টিরও বেশি দেশের সাড়া জাগিয়েছে।

প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানটি প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে। মূল আয়োজনে খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্ভির হাস্যরসাত্মক পরিবেশনা দিয়ে ‘ফ্যামিলি ফিউড’কে দর্শকদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন। এবার তার জায়গায় সঞ্চালনা করবেন তাহসান খান। উত্তেজনাপূর্ণ এই অনুষ্ঠানে দু’টি পরিবারের সদস্যরা অংশ নিবেন এবং ১০০ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমান করে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা। এর ভিত্তিতে তাদের পয়েন্ট দেয়া হবে। প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট করতে পারবে, তার সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’ তে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

জানা যায়, আগ্রহী প্রতিযোগীরা শিগগিরই ‘বঙ্গ’র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ‘ফ্যামিলি ফিউড’ প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই অনুষ্ঠানের ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফরম বঙ্গ। উপস্থাপনার বিষয়ে তাহসান বলেন, বঙ্গ’র প্রযোজনায় বাংলাদেশে ‘ফ্যামিলি ফিউড’-এর মতো দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারবো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5hx5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ফের বাড়ল স্বর্ণের দাম

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন