English

26.3 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

বউ নাকি মা, কাকে বেশি ভয় পান অভিষেক?

- Advertisements -

নাসিম রুমি: বচ্চনবাড়ি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। গত বছরই হঠাৎ ছড়িয়ে পড়ে অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর। তবে সেই খবর যে স্রেফ গুজব, তা দম্পতিই প্রমাণ করে দিয়েছেন। আবার কখনো শোনা গেল, শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বরিয়ার। তাই নাকি সংসারে গোলযোগ লেগেই থাকে।

আবার অনেকের দাবি, অভিষেকের জন্যই নাকি ঐশ্বরিয়া বেশি করে কাজ করতে পারেন না। কিন্তু বাস্তবে নাকি ঐশ্বরিয়াকেই ভয় পান অভিষেক- এমন দাবি শ্বেতা বচ্চনের।

সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-তে গিয়েছিলেন অভিষেক ও শ্বেতা। অভিষেককে সেই দিন করণ প্রশ্ন করেছিলেন, তুমি কাকে বেশি ভয় পাও? বউ নাকি মাকে? অভিষেক উত্তর দেওয়ার আগেই শ্বেতা বলেন, ‘বউকে বেশি ভয় পায়’।

শ্বেতার উত্তর দিয়ে দেওয়ায় অভিষেক বলেন, ‘আরে, এই প্রশ্ন তো আমাকে করা হয়েছে। তুমি চুপ করো’। মজার ছলেই বোনকে চুপ করিয়েছিলেন অভিষেক। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের দাবি, শ্বেতার উত্তরই প্রমাণ করে দেয়, ননদ-বউদির সম্পর্ক মোটেই মধুর নয়।

উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গেছে তাকে। অনুরাগীদের দাবি, নিন্দুকদের মুখে ছাই দিয়ে ঐশ্বরিয়া বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক অটুট। তাই এক মাথা সিঁদুর পরেছেন তিনি। তবে কানে যখন ঐশ্বরিয়া হাঁটছেন, তখন মুম্বাই শহরে ডায়না পেন্টির সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে অবশ্য জয়া বচ্চনও ছিলেন। কিন্তু হঠাৎ ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক? এ ব্যাপারে নেটপাড়ার উৎসাহের অন্ত নেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yg5n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন