English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

বক্তব্য ছোট করতে বলায় গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রীর রসিকতা

- Advertisements -

এ বছর কল্পবিজ্ঞান নির্ভর ‘ইভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য গোল্ডেন গ্লোবের আসরে সেরা অভিনেত্রীর (মিউজিক্যাল বা কমেডি ছবি) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মিশেল ইয়োহ। ৪০ বছরেরর ক্যারিয়ার তার। প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব জয় করে তাই রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন। বক্তব্য দেওয়ার সময় একটু বেশি সময় নিয়েছিলেন। তাই তাকে সতর্ক করেছিলেন প্রযোজক। কিন্তু সতর্ক করতে গিয়ে উল্টো বকা খেতে হয়েছে কর্তৃপক্ষকে।

হংকংয়ে চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মালয়েশিয়ার এ অভিনেত্রী। অ্যাকশন সিনেমায় নিজের স্টান্ট নিজেই করে নজর কেড়েছেন তিনি। সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরোইন বলা হয় তাকে। হংকং থেকে একসময় মিশেল পাড়ি জমিয়েছেন হলিউডে। দীর্ঘ এই যাত্রা অবশ্যই সহজ ছিল না। কারণ হলিউডে তিনি ছিলেন সংখ্যালঘুদের কাতারে।

গোল্ডেন গ্লোবের মঞ্চে পুরস্কার হাতে নিজের সংগ্রামের কথা বলছিলেন মিশেল। কিন্তু বক্তৃতা দীর্ঘ হওয়ায় তাকে সতর্ক করে অনুষ্ঠানের প্রযোজক। জবাবে রসিকতা করে মিশেল বলেন, ‌‘থামো। আমি তোমাদের মারতেও পারি। আমি মোটেই মজা করছি না’।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন