English

29 C
Dhaka
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
- Advertisement -

বঙ্গবিভূষণে ভূষিত আরতি মুখার্জি ও শত্রুঘ্ন সিনহা

- Advertisements -

নাসিম রুমি: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরতি মুখার্জি ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলন করে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। এরপরই মঞ্চে দুই বর্ষীয়ান শিল্পীর হাতে স্মারক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। আরতি মুখার্জি মানেই বাংলা আধুনিক থেকে ছায়াছবির সব কালজয়ী গান। যা আজও শ্রোতামহলে একইরকম জনপ্রিয়। ‘এই মোম জোছনায়’ থেকে ‘যদি আকাশ হত আঁখি’ কিংবা ‘আমি মিস ক্যালকাটা’, আজও আম বাঙালির হৃদয়জুড়ে। ষাটের দশকের শেষভাগে মাধবী মুখার্জি, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজাদের মতো তাবড় অভিনেত্রীদের নেপথ্য কণ্ঠে শোনা গেছে আরতির গান।

সেই প্রখ্যাত গায়িকাই এবার ৩১তম ফিল্মোৎসবের মঞ্চে বাংলার বিশেষ সম্মানে সম্মানিত কিংবদন্তি প্রবীণ গায়িকাকে বঙ্গভূষণে ভূষিত করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘আরতিদি একটার পর একটা গান উপহার দিয়েছেন। কিন্তু আমরা কোনও সম্মান তুলে দিতে পারিনি। আজ তার হাতে বঙ্গবিভূষন তুলে দিলাম। এই ‘‘মাটির দান’’ তুলে দিতে পেরে আমরা খুব খুশি। আমরা কৃতজ্ঞ আরতিদি আমাদের দেওয়া এই সম্মান গ্রহণ করেছেন। উনি সুস্থ থাকুন, গানে থাকুক।’

 

মঞ্চে পাল্টা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে আরতির মন্তব্য,‘আমি খুব ভালোবেসে নিয়েছি। মমতা তুমি যেভাবে সকলের পাশে থাকো, সেটা সত্যিই অনুপ্রেরণা জোগায়। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার এই পদক্ষেপও কুর্নিশযোগ্য।’

অন্যদিকে বলিউড অভিনেতা হলেও বাংলায় ‘বিহারীবাবু’র অনুরাগীর সংখ্যা একেবারে কম নয়। বঙ্গবিভূষণ সম্মানে আপ্লুত শত্রুঘ্ন সিনহা জানালেন, ‘পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রীর আমন্ত্রনে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছি। বঙ্গবিভূষণে পেয়ে আমি আপ্লুত। আমাকে আমন্ত্রণ জানানোর জন্যও অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রী নিজেও বহুমুখী প্রতিভার অধিকারী। তার আমন্ত্রণে তো আসতেই হয়। কলকাতায় এত বড় উৎসবের অংশ হতে পেরে আমি আপ্লুত।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/udsz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন