English

19 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
- Advertisement -

বচ্চন পরিবারের উত্তরাধিকার নিয়ে ‘বাঁকা’ জবাব অগস্ত্যর

- Advertisements -

নাসিম রুমি: শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার ছেলে অগস্ত্য নন্দা। তাঁর দাদু, দিদিমা, মামা-মামিমা সকলেই ফিল্মি দুনিয়ার কিংবদন্তি। তবে নিজেকের বাবার ছেলে হিসাবেই পরিচিত হতে চান অগস্ত্য

বলিউডের দুই প্রভাবশালী পরিবার—বচ্চন এবং কাপুর পরিবারের উত্তরসূরি হওয়া সত্ত্বেও নিজের ওপর কোনো চাপ অনুভব করেন না অভিনেতা অগস্ত্য নন্দা। পরিচালক শ্রীরাম রাঘবনের সাথে এক খোলামেলা আলোচনায় অগস্ত্য জানান, তিনি তার নিজের পরিচিতি গড়তেই বেশি আগ্রহী। বরং তিনি সাফ জানান, তিনি আগে নিখিল নন্দার ছেলে।

‘আমি আগে নিখিল নন্দার ছেলে…’, বচ্চন পরিবারের উত্তরাধিকার নিয়ে ‘বাঁকা’ জবাব অগস্ত্যর

 

অগস্ত্য নন্দা হলেন বচ্চন কন্যা শ্বেতা এবং নিখিল নন্দার পুত্র। সাক্ষাৎকারে তাঁকে যখন প্রশ্ন করা হয় যে, দুই ‘কিংবদন্তি’ পরিবারের সদস্য হওয়া তার ওপর কোনও চাপ তৈরি করে কি না, অগস্ত্য যা উত্তর দেন, তাতে আপনি অবাক হবেন। বচ্চনের নাতি বলেন,’আমি এই চাপ মোটেও অনুভব করি না, কারণ আমি জানি এই উত্তরাধিকার আমার একার মালিকানাধীন নয়। আমি আমার বাবার ছেলে— আমার পদবি নন্দা। আমি তাঁকে গর্বিত করার দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দিই। সেই দায়িত্বের ভার আমি আমার কাঁধে বেশ গুরুত্ব দিয়েই বহন করি।’

অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের নাতি এবং অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের ভাগ্নে হওয়া সত্ত্বেও অগস্ত্য নিজেকে অন্যদের সাথে তুলনা করতে নারাজ। তিনি বলেন ‘আমার পরিবারের অন্য সদস্যরা যারা অভিনয় করেন, আমি তাদের কাজের দারুণ ভক্ত এবং তাদের কাজকে শ্রদ্ধা করি। কিন্তু আমি জানি, আমি কখনোই তাদের মতো হতে পারব না। তাই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার কোনো মানে হয় না।’

অগস্ত্যর এই বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি অমিতাভ বচ্চনের নাতি হিসেবে পরিচিত হওয়ার চেয়ে নিজের কাজের মাধ্যমে বাবার নাম উজ্জ্বল করতে বেশি ইচ্ছুক। ২০২৩ সালে ‘দ্য আর্চিস’ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০২৬-এর ‘ইক্কিস’ সিনেমার মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছেন। বচ্চন পরিবারের পাশাপাশি কাপুর পরিবারের সঙ্গেও নিবিড় সম্পর্ক অগস্ত্যর। রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দা হলেন অগস্ত্য়র ঠাকুমা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lg3i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন