সালমান খানের বজরঙ্গি ভাইজান মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এরইমধ্যে কেটে ৫ বছর। সালমানের সঙ্গে কারিনা কাপুরকে দেখা যায় ওই সিনেমায়। এছাড়াও দেখা যায় ছোট্ট মুন্নিকে। সিনেমা মুক্তি পাওয়ার পর মুন্নির গলায় কোনও কথা শোনা না গেলেও, তার ছোট্ট মুখ, চোখ যেন মন কেড়ে নেয় গোটা ভারতের মানুষের।
তাই তো বজরঙ্গী ভাইজানে সালমানের অভিনয়ের পাশাপাশি মানুষ মুন্নিকেও সমানভাবে মনে করতে শুরু করে ওই সিনেমায় অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবে।
২০১৫ সালে বজরঙ্গী ভাইজান মুক্তি পাওয়ার পর কেটে গেছে ৫ বছর। এই সময়ের মধ্যে বেশ কিছুটা বড় হয়ে গেছে পর্দার মুন্নি ওরফে হর্ষালী মালহোত্রা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে বর্তমানে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছে হর্ষালী। যেখানে তাকে দেখে অনেকেরই আবার ছোট্ট মুন্নির কথা মনে পড়তে শুরু করেছে।
বজরঙ্গী ভাইজান মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশু শিল্পীর পুরস্কার পায় হর্ষালী। সিনেমা মুক্তির পর ওই সালেই সেরার পুরস্কার নিজের ঝুলিতে ভরে নেয় ছোট্ট মুন্নি।
বজরঙ্গী ভাইজানের পাশাপাশি কুবুল হ্যায়, লউট আও তৃষা-র মতো বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা যায় হর্ষালীকে। এসবের পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/omo3
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন