English

28.2 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

বড়ছেলের অভিনেতা না হওয়ার কারণ জানলেন শাহরুখ

- Advertisements -

নাসিম রুমি: গেল কয়েক বছর থেকেই বলি পাড়ায় জোর গুঞ্জন চলছে শাহরুখ পুত্র আরিয়ান খানের বলিউডে অভিষেক নিয়ে। যদিও অভিনয়ে নয় বরং বলিউডে পরিচালনা দিয়ে অভিষেক করবেন এই স্টার কিড। কিন্তু তারপরও তার ভক্ত-অনুরাগীদের মনে সব সময়ই একটি প্রশ্ন ঘুরতেই থাকে যে, ‘কেন বাবার মত অভিনয়ে আসবেন না আরিয়ান?’ এবার তারই উত্তর মিললো শাহরুখের মুখ থেকে।

সম্প্রতি ভাইরাল হওয়া ডেভিড মাইকেল লেটারম্যানের এক ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, আমার ছেলে (আরিয়ান) অভিনেতা হতে চায় না। আর আমি মনে করি ও এটা হতেও পারবেনা। যদিও এটা ঠিক যে একজন তারকা সন্তানের জন্য ফিল্মে নাম লেখানো তুলনামূলক ভাবে অনেক সহজ। তবে শুধু সুন্দর চেহারা, দেখতে লম্বাই অভিনয় করার জন্য যথেষ্ট নয়। আরিয়ানের ক্ষেত্রেও ঠিক তেমনই, তবে হ্যাঁ, ও (আরিয়ান) একজন ভালো লেখক।

গেল বছরের শেষে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকে ঘোষণা এসেছিল আরিয়ানের প্রথম সিনেমার। যদিও সেটির কার্যক্রম কতটা এগিয়েছে তা এখনো জানা যায়নি। তবে শাহরুখের ছেলের কাছ থেকে দারুণ কিছুই আশা করছেন ভক্তরা।

এদিকে শাহরুখ পুত্র আরিয়ানের সিনেমাতে অভিনয়ের আগ্রহ না থাকলেও মেয়ে সুহানা কিন্তু বাবার পথেই হাঁটছেন। জোয়া আখতারের সিনেমা ‘আর্চি কমিক্স’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে তার। সেই সাথে সম্প্রতি ম্যাবিলিন নিউ ইয়র্ক ব্রান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন শাহরুখ কন্যা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xfwe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন