জনপ্রিয় ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন ‘ইউফোরিয়া’ খ্যাত হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিমেল ফার্স্ট ইউকে সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বন্ড সিরিজের পরবর্তী ছবিটি পরিচালনা করবেন অস্কার মনোনীত নির্মাতা ডেনিস ভিলেনিউভ। পরবর্তী বন্ড গার্ল চরিত্রে ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকেই পছন্দ পরিচালকের।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিলেনিউভ সিডনির প্রতিভা, ক্যামেরার সামনে তার উপস্থিতি এবং তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তায় মুগ্ধ।
সূত্রের বরাতে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, সিডনি বর্তমানে শীর্ষস্থানীয় প্রতিযোগী। ডেনিস তাকে অবিশ্বাস্যভাবে প্রতিভাবান হিসেবে দেখেন এবং বিশ্বাস করেন যে তরুণ ভক্তদের কাছে তার আবেদন ফ্র্যাঞ্চাইজিটিকে সতেজতা দিতে পারে।
তথ্যসূত্র আরও জানিয়েছে, ইতোমধ্যে পরিচালক ও অভিনেত্রী একাধিকবার ছবিটি নিয়ে বসেছেন এবং আলোচনা করেছেন।
বর্তমানে হলিউডের অন্যতম ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী সিডনি সুইনি নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এমন সব চরিত্রে অভিনয় করতে আগ্রহী, যেগুলো তার অভিনয়ের সীমানা প্রসারিত করে।