English

25.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি

- Advertisements -

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আসছে আরেকটি তারকাজুটির শুভক্ষণ। জনপ্রিয় অভিনেতা অন জু ওয়ান এবং গায়িকা-অভিনেত্রী ব্যাং মিনা চলতি বছরের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে জন্ম নেওয়া এই সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

এই যুগলের প্রথম সাক্ষাৎ হয় ২০১৬ সালে জনপ্রিয় কোরিয়ান নাটক বিউটিফুল গং শিম-এর সেটে। সেখান থেকেই বন্ধুত্বের শুরু, যা সময়ের সঙ্গে সঙ্গে প্রেমে পরিণত হয়, বিশেষ করে ২০২১ সালে একসঙ্গে কাজ করা মিউজিক্যাল দ্য ডেজ-এর সময়। এতদিন তাঁদের সম্পর্ক ব্যক্তিগত থাকলেও এবার তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখতে চলেছেন।

অন জু ওয়ানের এজেন্সি হেওয়াদাল এন্টারটেইনমেন্ট জানায়, ‘দীর্ঘদিন একসঙ্গে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।’ অন্যদিকে, মিনার এজেন্সি এসএম সিঅ্যান্ডসি জানায়, ‘তাঁদের পরিচয় বহুদিনের, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। তাঁরা বিয়ের পরও পেশাগত জীবন চালিয়ে যাবেন।’

ব্যাং মিনা ২০১০ সালে গার্লস ডে ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে অভিনয়ে সফল ক্যারিয়ার গড়েন। তাঁর অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে মাই অ্যাবসোলিউট বয়ফ্রেন্ড ও ডেলিভারি ম্যান, এবং সিনেমা স্নোবল ও মিস ফরচুন।

অপরদিকে অন জু ওয়ান ২০০২ সালে রাস্টিক পিরিয়ড দিয়ে অভিনয় জীবন শুরু করেন এবং ফ্লাইং বয়েজ, দ্য টেস্ট অব মানি, অবসেসড-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

এই তারকা জুটির প্রেমের সফল পরিণতি যেন কে-ড্রামার বাস্তব রূপ। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের বিশেষ দিনটির জন্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/39e7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন