English

33.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

বয়সের ভারে শুটিং করতে সমস্যা হচ্ছে সালমানের!

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘ ২০ বছর ধরে হিন্দি সিনেমার অন্যতম শীর্ষস্থানীয় অ্যাকশন তারকা হিসেবে রীতিমতো রাজত্ব করেছেন বলিউড ভাইজান সালমান খান। তবে তার পরবর্তী ছবি ‘ব্যাটেল অব গালওয়ান’র মতো পরিশ্রম-অধ্যাবসায় অন্য কোন সিনেমায় করতে হয়নি, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন সালমান।

বহুল প্রতীক্ষিত ‘ব্যাটেল অব গালওয়ান’ ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘাতের উপর ভিত্তি করে তৈরি। সিনেমার পরিচালক ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়া।

এক সপ্তাহ আগেই সামনে এসেছে সিনেমার পোস্টারের ঝলক৷ সম্প্রতি এই সিনেমা নিয়ে মুখ খুলেছেন সালমান। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই সিনেমায় শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করতে হয়েছে। প্রতি বছর, প্রতি মাস, প্রতিটি দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে৷’

ভাইজানের কথায়, ‘আমাকে এখন ট্রেনিংয়ে আরও বেশি সময় দিতে হয় ৷ আগে আমি সিনেমার আগে এক-দু সপ্তাহ নিজেকে ট্রেন করতাম। কিন্তু এখন এই সিনেমার জন্য আমাকে দৌড়ানো থেকে শুরু করে কিকিং, পাঞ্চিং এই সবকিছু আরও বেশি সময় দিতে হচ্ছে৷ ‘সিকান্দার’ সিনেমাতে অ্যাকশন ছিল একরকম, তার চরিত্র ছিল একরকম৷ কিন্তু এই সিনেমা করার ক্ষেত্রে বুঝেছি এটা ফিজিক্যালি আলাদা। পাশাপাশি লাদাখে শুটিং, ঠাণ্ডা আবহাওয়া, জলে শুটিং আলাদা করে আরও বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে৷’

প্রথমে এই ছবি ঘিরে ভীষণ উত্তেজিত ছিলেন সালমান ৷ এই মাসের শুরুতেই সিনেমার ঘোষণা করেছেন। ৫৯ বছর বয়সী অভিনেতা বলেন, ‘আমি যখন এই সিনেমা সাইন করি তখন মনে হয়েছিল, এটা দুর্দান্ত একটা বিষয় হতে চলেছে। কিন্তু এখন বুঝতে পারছি এই সিনেমা করা ভীষণ ভীষণ ডিফিকাল্ট। আমি ২০ দিন লাদাখে ছিলাম। তার মধ্যে সাত থেকে আটদিন কনকনে ঠাণ্ডা জলে শুটিং করেছি। আমরা এই মাসে শুটিং করব আবার৷’

রিপোর্ট অনুসারে, সালমান খানের এই সিনেমা ঈদে মুক্তি পাবে না৷ সাধারণত ভাইজানের সিনেমা ঈদের বক্স অফিস দখল করে। কিন্তু ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমার ক্ষেত্রে মুক্তি পরিকল্পনা নিয়ে সালমান জানিয়েছেন আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে। পাশাপাশি তিনি জানিয়েছেন ২০১৫ সালের ব্লকব্লাস্টার হিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়েও কাজ চলছে৷

The short URL of the present article is: https://www.nirapadnews.com/txdq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন