বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা গত ২৩ অক্টোবর ৫০ বছর পূর্ণ করলেন। অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই যে, তার বয়স ৫০ বছর। তার বয়স যেন উলটো পথে হাঁটছে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও কীভাবে এমন যৌবন ধরে রেখেছেন মালাইকা, সে নিয়ে নানা কথা শুনতে হয় তাকে। এবার তার জন্মদিনেই তৈরি হলো বিতর্ক। অভিনেত্রীর আসল বয়স কত? সেই নিয়ে ধন্দে সামাজিক মাধ্যমের নেটিজেনরা।
‘উইকিপিডিয়া’ সূত্রে জানা গেছে, অভিনেত্রী মালাইকা অরোরার বয়স ৫২ বছর। অভিনেত্রীর জন্মের সাল ১৯৭৩। সেই হিসাবে তার বয়স ৫২ বছরই হওয়ার কথা। কিন্তু ২০১৯ সালে অভিনেত্রী নাকি ৪৬তম জন্মদিন পালন করেছিলেন। তাহলে তার ৬ বছর পর বয়স ৫০ হয় কীভাবে? সেই হিসাবই কষছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা।
যদিও মালাইকা অরোরার জন্মদিনে তার বোন অমৃতা অরোরা অবশ্য লিখেছিলেন— গত কয়েক বছর ধরে শুনছি— তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।
গত কয়েক বছর সব থেকে বেশি যে বিষয়ে চর্চা হয়েছে, তা হলো মালাইকা অরোরার বয়স। নেটিজেনদের মতে, মালাইকার বয়স অনেক আগেই ৫০ বছর পেরিয়ে গেছে। তবু নাকি তিনি বয়স লুকিয়ে যান। অভিনেত্রী নিজেও বলেছেন, আসলে মানুষের আপত্তি, আমার বয়সের সঙ্গে যে ঔজ্জ্বল্য বাড়ছে, তা-ই নিয়ে। কিন্তু এবার শুরু হয়েছে জল্পনা, তার আসল বয়স কত!
