English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
- Advertisement -

বয়স হয়েছে, বেশি দৌড়ঝাঁপ করতে পারি না: অপূর্ব

- Advertisements -

একসময় ছোট পর্দা বলতেই যেন ছিল অপূর্বর নিশ্চিত উপস্থিতি। এখনো সমানভাবে দর্শকদের হৃদয়ে আছেন অপূর্ব। কাজও করছেন। যদিও আগে যেভাবে তাঁকে পর্দায় দেখা যেত, সেভাবে এখন আর দেখা যাচ্ছে না। পর্দায় অনুপস্থিতির কারণও ব্যাখ্যা করলেন একসময়ের আলোচিত এই অভিনেতা।

সম্প্রতি এক অনুষ্ঠানে অপূর্বকে প্রশ্ন করা হয়, তাঁর হাতে কাজ নেই? উত্তরে অপূর্বর ভাষ্য, ‘কাজ নেই! পাশে প্রযোজক বসে আছেন, তাঁকে জিজ্ঞেস করলেই হবে। তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন, কাজ আছে কি নেই।’

এরপর অপূর্ব নিজেই বলেন যে তাঁর কাজ আছে। সত্যি কথা কাজের মধ্যেই থাকেন তিনি। তবে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। তিনি বলেন, ‘বিরতিতে ছিলাম কিছুদিন। আবার এসেছি, কাজ করব। আবার বিরতিতে যাব। এরপর আবার বিরতি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এখন তো একটু বয়সও বাড়ছে।

আগের মতো দৌড়ঝাঁপ করে কাজ করাটা কঠিন। এ ছাড়া ব্যাকপেইনের সমস্যা আছে। সেটার জন্য একটু বুঝেশুনে কাজ করব। খুব বেশি দৌড়ঝাঁপ আসলে এখন করা যাবে না, চিকিৎসকের নিষেধ আছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hw5d
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন