নাসিম রুমি: এবার টলিউডের গণ্ডি পেরিয়ে মুম্বই ইন্ডাস্ট্রিতে পা রাখছেন রিয়া গাঙ্গুলী। কয়েক মাস আগে ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছিল তার। দাম্পত্য সম্পর্ক ছিল টালমাটাল। দুই সন্তানকে নিয়ে একা জীবনযুদ্ধে নেমেছিলেন। দুঃসময়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে গেলে সুসময় আসবেই- এমনটাই বিশ্বাস করেন এই অভিনেত্রী। আর সেটাই সত্যি হলো তার জীবনে। ছোট পর্দার চেনা মুখ রিয়া।
বড় পর্দায়ও কাজ করেছেন। এবার টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে অভিষেক হচ্ছে রিয়ার। যদিও ২০১৮ সালে হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। এ প্রসঙ্গে রিয়া বলেন, হঠাৎ করেই এই সুযোগটা আমার কাছে এসেছিল। অডিশন দিয়ে রেখেছিলাম। তবে আমি যে সুযোগটা পাবো সেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল।
একদিন রান্না করছিলাম। তখনই একজন ফোন করে জানান, আমি সিলেক্ট হয়েছি। মুম্বইয়ে যাতে কাজ করতে পারেন তার জন্য ছয় মাস হিন্দি ভাষা শেখার প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। জানা যায়, বিহারের নারী পাচার সংক্রান্ত সত্য ঘটনার আলোকে তৈরি হচ্ছে নতুন এই হিন্দি সিনেমা। এই ছবিতে আইটেম নম্বরের দৃশ্যে থাকছেন সানি লিওন। ছবির প্রযোজনা সংস্থা কাজের নিরিখে ছোট হলেও রিল্যায়েন্স গোষ্ঠীর সঙ্গে যুক্ত। সবমিলিয়ে রিয়ার বলিউডে হাতেখড়ি বেশ জাঁকজমকভাবেই হচ্ছে। জুনে ছবির শুটিং শুরু হবে।