English

29.2 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
- Advertisement -

বলিউডে স্বজনপ্রীতির কথা স্বীকার করলেন রণবীর

- Advertisements -

বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতির অভিযোগ নতুন নয়। চলচ্চিত্রজগতে প্রভাবশালী পরিবারের সন্তানরা সহজেই সুযোগ পান, অথচ প্রতিভাবান নবাগতদের জন্য পথ অনেক কঠিন। এই বিতর্কে বহু তারকা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। অভিনেতা রণবীর কাপুর এবার স্বীকার করে নিলেন তিনি নেপোটিজমের মাধ্যমে সিনেমায় সুযোগ পেয়েছেন। তবে নিজের জায়গা তৈরি করতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

বৃহস্পতিবার মুম্বাইয়ে চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের ইনস্টিটিউট হুইসেলিং উডস ইন্টারন্যাশনাল-এ অনুষ্ঠিত সেলিব্রেট সিনেমা ২০২৫  উৎসবে ‘রাজ কাপুর ও গুরু দত্তকে শ্রদ্ধা’ শীর্ষক সেশনে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে নিজের অবস্থান গড়ে তোলা রণবীর বলেন, ‘আমি নেপোটিজমের ফল-এটা আমি স্বীকার করি। জীবনে অনেক কিছুই সহজে পেয়েছি। কিন্তু শুরু থেকেই জানতাম, যদি নিজের আলাদা পরিচয় না তৈরি করতে পারি, তাহলে সফল হতে পারব না। আমার পরিবার যেমন সাফল্যের জন্য পরিচিত তেমনি ব্যর্থতাও তাদের জীবনে ছিল। তাই সাফল্যের পাশাপাশি ব্যর্থতা থেকেও অনেক কিছু শেখা যায়।’

কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর ও নিতু কাপুরের সন্তান এবং রাজ কাপুরের নাতি রণবীর। এমন পরিবারে জন্ম নিয়েও তিনি সাধারণ পরিবারের সন্তানের মতোই বড় হয়েছেন বলে জানান তিনি।

রণবীর বলেন, ‘একজন সাধারণ পরিবারের সন্তানের মতোই আমি বড় হয়েছি। আমার কাছে আমার পরিবার তখন একেবারে স্বাভাবিক ছিল। বাড়িতে তর্ক হত কিন্তু সেগুলো ছিল কোনও দৃশ্য বা গানের লিরিক নিয়ে, পারিবারিক ঝগড়া নয়।’

রণবীরকে সর্বশেষ দেখা গেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমায়। এরই মধ্যে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার অর্ধেক শুটিং শেষ করেছেন। এতে তার সহশিল্পী আলিয়া ভাট ও ভিকি কৌশল। তাছাড়া নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় দেখা যাবে তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n3gs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন