English

33 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫
- Advertisement -

বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চাইনা: শচীনকন্যা

- Advertisements -

নাসিম রুমি: ক্রিকেটের ঈশ্বরখ্যাত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার তার গ্ল্যামার নিয়ে বেশ প্রশংসিত। তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে। তবে জানা গেছে, সারা নাকি বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। তার অভিষেকের গুঞ্জনের বিষয়ে যে কথা বললেন শচীনকন্যা।

সম্প্রতি গণমাধ্যমকে সারা টেন্ডুলকার বলেন, ‘তার মূল আগ্রহ পড়াশোনার জগৎ ও মানবসেবামূলক কাজে। ফিল্মের সেটে যাওয়া এসবেই তার কৌতূহল মাত্র।’

শচীনকন্যা বলেন, ‘আমি ফ্যাশন ও লাইফস্টাইলে কাজ করি ক্রিয়েটর হিসেবে। কিন্তু কেবল সেই কাজই নিই, যেটি আমার ঠিকঠাক বলে মনে হয়। সব অফারে আমি হ্যাঁ বলি না বলেও জানান সারা।’

সারা বলেন, তিনি ছবিতে অভিনয় করবেন না। এ নিয়ে তার মনে কোনো দ্বিধাও নেই। তিনি বলেন, ‘আমি অন্তর্মুখী, ক্যামেরা দেখলে ভয় পাই। যতই সিনেমার প্রস্তাব আসুক না কেন, আমি সব প্রত্যাখ্যান করে দিই। কেননা, আমি সত্যিই বিশ্বাস করি— আমি কাজটার প্রতি ন্যায় করতে পারব না। অভিনয় আমাকে সন্তুষ্টির পরিবর্তে আরও উৎকণ্ঠাই দেবে।’

তবে সারা যাই বলুক না কেন— নেটিজেনরা কিন্তু তাকে নিয়ে কৌতূহলে রয়েছেন। আবার তার এমন কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। কারণ সারা নানা ব্র্যান্ডের প্রচার ও ম্যাগাজিনের শুটে কাজ করে থাকেন। তাই সারাকে দেখে কখনো বোঝাই যায় না যে, ক্যামেরার সামনে তার মনে কোনো ভীতি কাজ করে। তাই বলিউডে অভিনয়ের জন্য পা রাখতে চাইনা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন