English

27 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সভা ও ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

- Advertisements -

নাসিম রুমি: গতকাল (১৬ অক্টোবর) ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টর কুঞ্জলতায় বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে ৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের কলাতলীতে অবস্থিত ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে।

এই প্রতিযোগিতায় সারাদেশের প্রশিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হবে। মার্শাল আর্ট প্রদর্শনীসহ নানা কলা-কৌশলের ওপর থাকবে বিশেষ ডেমোনস্ট্রেশন ও ফাইটার কারাতে প্রতিযোগিতা।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যেখানে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল আহ্বায়ক, বিএম আশরাফুল ইসলাম সদস্য সচিব এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সভাপতি ওস্তাদ জাহাঙ্গীর আলম।

এছাড়াও রেফারি কমিশন, ড্যান গ্রেডিং, আপ্যায়ন, প্রচার ও পাবলিসিটি, পুরস্কার বিতরণ, শৃঙ্খলা, অভ্যর্থনা প্রভৃতি বিষয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি উপ-কমিটির বিস্তারিত নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিযোগিতার পাশাপাশি “স্বরণকালের আকর্ষণীয় ফাইটার কারাতে ক্যাম্পিং” ও “বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ” অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও ওস্তাদ জাহাঙ্গীর আলমের বিশিষ্ট ছাত্র ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভার শেষে উপস্থিত সকল সদস্যগণকে আগামী প্রতিযোগিতা সফল করার আহ্বান জানিয়ে সভাপতি ধন্যবাদ জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

উপস্থিত ছিলেন— সভাপতি: ওস্তাদ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি: বিএম আশরাফুল ইসলাম,
এছাড়াও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলম, মোহাম্মদ নাছির উদ্দীন নাসিম, মোঃ হোসেন মাসুম, ইউনুস খান, পলাশ খান, শহিদুল ইসলাম শহিদ, মোঃ রতন মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম সাজু প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bbzn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন