English

31 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র বিষয়ক গবেষনা পদ্ধতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

- Advertisements -

চলচ্চিত্র শুধুই বিনোদন মাধ্যম নয়। সমাজের দৃষ্টিভঙ্গি বদলায় চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্র শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে গবেষণা আমাদের দেশে বিকশিত হয়েছে গত কয়েক বছর থেকে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ২০০৮ সাল থেকে চলচ্চিত্র সাংস্কৃতি ও শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিবছর বিভিন্ন বিষয় নিয়ে ফেলোশিপ প্রদান করে আসছে। আজ ১২ সেপ্টেম্বর “চলচ্চিত্র বিষয়ক গবেষণা পদ্ধতি” শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. সাইম রানা, সহকারী অধ্যাপক, সঙ্গীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রধান আলোচক ছিলেন জনাব মঈনুদ্দীন খালেদ, চলচ্চিত্র ও শিল্প সমালোচক, আলোচক ছিলেন জনাব কাওসার চৌধুরী, প্রামাণ্যচিত্র নির্মাতা, গবেষক। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। এছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক নির্বাচিত গবেষকবৃন্দ।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন, চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার: বাংলাদেশ প্রেক্ষিত, সত্তর দশকে বাংলাদেশের চলচ্চিত্র: শিল্পরূপ ও সাংস্কৃতিক প্রভাব, ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্র, স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্রে দেশাত্ববোধক গানের বৈশিষ্ট্য বিশ্লেষণ, হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের শিল্পরুপ, চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান, বাংলাদেশের মুক্তি সংগ্রামে চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্রে লোকউৎসব: নান্দনিক পরিসর ও তাত্ত্বিক পর্যালোচনা ও নাসির উদ্দিন ইউসুফ এর চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ ও সমাজ ভাবনা শিরোনামে ১০ টি গবেষণা কর্মের ফেলোদের নিয়ে ‘চলচ্চিত্র বিষয়ক গবেষনা পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন