English

22.1 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

বাজে অভিজ্ঞতা সামনে আনলেন হেমা মালিনী

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী সদ্য স্বামী কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে হারিয়েছেন। এখন সব কিছুর সঙ্গে ধাতস্থ হতে খানিকটা সময় লাগছে তার। তিনি যখন চেন্নাই থেকে মায়ানগরীতে আসেন, সেই সময় নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে নেমে অদ্ভুতুড়ে এক অভিজ্ঞতার কথা জানান হেমা মালিনী।

চেন্নাইয়ে যথেষ্ট সচ্ছল জীবন ছিল তার। সেসব ছেড়ে হাজারও প্রতিকূলতা পেরিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আত্মজীবনী ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ নিজের জীবনের বহু অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন তিনি। সেখানেই অভিনেত্রী বলেন, অভিনয় শুরুর জীবনের কথা। তখনো ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ে হয়নি তার। বান্দ্রার একটি ছোট ফ্ল্যাটে থাকতেন। সেখানেই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে তার সঙ্গে।

হেমা মালিনী বলেন, প্রতি দিন রাতে আমার মনে হতো কেউ আমার গলা টিপে ধরতে আসছে। রাতে আমার মা আমার সঙ্গেই শুতেন। তিনি দেখেছেন, আমি ঠিক কতটা ভয়ে রাত কাটাতাম। যদি সে রকম ঘটনা দু-একবার ঘটত, তাহলেও অতটা চিন্তিত হতাম না। কিন্তু দেখলাম ক্রমশ ওই ঘটনা প্রতি দিন রাতেই আমার সঙ্গে ঘটছে।

তারপরই মুম্বাইয়ে বাংলোর খোঁজ শুরু করেন তিনি। ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ের পরই নাকি অভিনেত্রী জুহুর বাংলোয় থাকা শুরু করেন। সমুদ্রমুখী গাছপালা বাগানবেষ্টিত সেই বাংলোতেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন হেমা মালিনী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/256r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন