রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে তার বাবা চিত্রনায়ক জসীমের কবরে সমাহিত করা হয়েছে। রোববার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর আজ সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাতুল।
রাতুলের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন দুই ভাই এ কে সামী ও এ কে রাহুল। সকালে বাবার কবরে ভাইকে দাফনের পর সামাজিক মাধ্যমে হৃদয়স্পর্শী পোস্ট করেছেন তারা।
রাতুলের ছোট ভাই এ কে সামী ফেসবুকে লিখেছেন, ‘আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।’
তবে বড় ভাই এ কে রাহুলের পোস্টটি ছিল একটু ভিন্ন। প্রয়াত বাবা ও ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, বাবা জসীমের কোলে ছোট্ট শিশু রাতুল। হাসিমুখে দাঁড়িয়ে নায়ক জসীম। ক্যাপশনে দুই শব্দে রাহুল লিখলেন, ‘একসঙ্গে থেকো’।
শ্রোতাদের মধ্যে ওন্ড ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়েছে। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটিন’।
রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১ ’-এর সাউন্ডের কাজ করেছেন। জসীমের তিন সন্তানের মধ্যে রাতুল মেজ। বড় ছেলে এ কে সামী ‘ওন্ড’ ব্যান্ডের ড্রামার, ছোট ছেলে এ কে রাহুল ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গে ছিলেন।