নাসিম রুমি: বিশ্ব বাবা দিবসে শাহরুখ খানের মেয়ে সুহানা সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার কোলঘেঁষে দাঁড়িয়ে আছে মেয়ে সুহানা। এমন একটি ছবি শেয়ার করে সুহানা লিখেছেন- তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এ পৃথিবীতে। শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’। এ ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ।
অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দর্শকরা। তার আগে বাবা দিবসে শাহরুখকন্যা সুহানা খান শেয়ার করে নিলেন বাবার সঙ্গে পুরোনো ছবি। সেই সঙ্গে বাবার জন্য লিখলেন ছোট্ট শুভেচ্ছাবার্তা। আর তাতেই ভক্ত-অনুরাগীরা খুশি।
এ ছবিতে সুহানা ট্যাগ করেছেন বাবাকেও। শুধু ছবি নয়, এরপর একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুহানা। আসলে সেটি একটি মিম। সেখানে প্রথমে সুহানা, তারপর শাহরুখের মিষ্টি হাসির মুহূর্ত ধরা পড়েছে।নিচে লেখা- কোথা থেকে পেলে তুমি তোমার এ সৌন্দর্য?
সুহানা কিছু ‘ইমোজি’ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন তার মুখের আদল যে তার বাবার মতো তাতে তিনি গর্বিত। আসলে সুহানার চেহারা নিয়ে যথেষ্ট মিম ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। নিন্দুকেরা শাহরুখের চেহারার সঙ্গে সুহানার মিল নিয়েও মজা করেন। কিন্তু সুহানা বুঝিয়ে দিলেন তিনি পিতৃগর্বে গর্বিত।