আমার দাদু-দিদা ভীষণভবে সাপোর্ট করেছিলেন।’ ঋতাভরী আরো বলেন, ‘আমার মা বারবার বেরিয়ে আসতেন। আমার বাবা আবার এসে ক্ষমা চাইতেন। মা ভালো তো বাসত, মনে করতেন হয়তো সব ঠিক হয়ে যাবে। এবার শুধরে যাবে।
কিন্তু সেটা হতো না। আবার যেই কে সেই। উনি ছিলেন ক্রনিক অ্যালকোহলিক। ওই জন্য মদ নিয়ে, আমার বিশাল একটা সমস্যা আছে। যে কোনো পার্টিতে যখন হুস্কির আসরটা শুরু হয় না, আমি নিজেকে আসতে আসতে গুটিয়ে নিই। এখনো সহ্য করতে পারি না। ওই অ্যালকোহল ট্রমাটা আমার কাছে এখনো খুব স্ট্রং। ওই গন্ধটাই কোথাও পেলে আমার খুব অস্বস্তি হয়।’
এর আগে এক সাক্ষাৎকারে বাবা উৎপলেন্দু প্রসঙ্গে ঋতাভরী জানিয়েছিলেন, ‘লোকটাকে চোখেই দেখিনি। শুধু কথা শুনেছি। আমার মা আর আমার দিদিকে কী কী সহ্য করতে হয়েছে সেগুলো শুনেছি। আর হালকা কিছু স্মৃতি আছে চার বছর বয়সের। তবে এখন আর কোনো অশ্লীল কথা বলতে চাই না। উনি অসুস্থ।’
২০২৪ সালের ২০ আগস্ট মারা যান ঋতাভরীর বাবা উৎপলেন্দু চক্রবর্তী। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য পরিচালক। আন্তর্জাতিক পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত হন এ নির্মাতা। মৃত্যুর আগ পর্যন্ত দুই মেয়ে ও স্ত্রীর থেকে আলাদাই ছিলেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/x5zo