ভালোবাসা দিবস পেরোতেই খুশির খবর শেয়ার করলেন পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তী। শীঘ্রই মা-বাবা হচ্ছেন এই দম্পতি।
ভারতীয় গণমাধ্যমকে পিয়া জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে।
সেই অনুযায়ী শনিবার সমাজমাধ্যমে খুশির খবর শেয়ার করেন। যদিও পরমব্রত এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত-অভিনীত ছবি ‘এই রাত তোমার আমার’। ছবির প্রচারের পাশাপাশি সমান তালে আগলাচ্ছেন হবু মা-কে, জানিয়েছেন পিয়া।