প্রথমবারের মতো বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান।
মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন শ্যামল নিজেই।
ঘরের নতুন অতিথিকে স্বাগত জানিয়ে সামাজিকমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল। সেখানে দেখা যায়, কোলে একরত্তি মেয়েকে জড়িয়ে রেখেছেন। কিন্তু এই মুহূর্তে সদ্যোজাতের মুখ দেখাতে একেবারেই নারাজ এই অভিনেতা। তাই সন্তানের মুখ ভালোবাসার ইমোজি দিয়ে আড়াল করে রেখেছেন।
সেই ছবির ক্যাপশনে লেখেন, এ নিউ স্টার কামস টু প্ল্যানেট। সঙ্গে জানিয়েছেন সেই ছোট্ট তারার নাম, সানাভ মাওলা।
২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা। এবার তাদের ঘর আলো করে এলো কন্যা সন্তান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/nwam