English

28.8 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫
- Advertisement -

বাবা হারালেন আতিফ আসলাম

- Advertisements -

পাকিস্তানি সংগীত তারকা আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আতিফ আসলামের বাবার জানাজার নামাজ লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে অনুষ্ঠিত হবে। সেখানে পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে একত্রিত হবেন। তার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য শিল্পী, শোবিজ জগতের তারকা এবং আতিফ আসলামের লাখ লাখ ভক্ত শোক প্রকাশ করেছেন। এই কঠিন সময়ে ভক্ত এবং সহকর্মীরা তার প্রতি সহানুভূতি এবং সমর্থন জানাচ্ছেন।

আতিফ আসলাম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়ক। বিশেষ করে ভারতীয় চলচ্চিত্রে গান গাওয়ার জন্য তিনি বেশি সুপরিচিত। ১৯৮৩ সালে জন্মগ্রহণ করা এই শিল্পী ২০০০ সালের শুরুর দিকে তার প্রথম অ্যালবাম ‘জল পরী’ দিয়ে সংগীত জীবন শুরু করেন।

আতিফ মূলত উর্দু ভাষায় গান করলেও আরও বেশ কয়েকটি ভাষায় গেয়েছেন। তমঘা-ই-ইমতিয়াজ এবং লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসের মতো সম্মানজনক পুরস্কার জিতেছেন তিনি। তিনি ‘বোল’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ফোর্বস এশিয়ার ১০০ তারকার তালিকায় স্থান পেয়েছেন এই কণ্ঠশিল্পী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/53vi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন