English

31 C
Dhaka
শুক্রবার, মে ৩, ২০২৪
- Advertisement -

‘বাসে অগ্নিসংযোগ’, প্রতিবাদে একসঙ্গে দাঁড়ালেন শিল্পী সমাজ

- Advertisements -

নাসিম রুমি: বিশ্ব মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর)। এ উপলক্ষে ‘আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও শিল্পীসমাজ’ প্রতিপাদ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে চলচ্চিত্র তারকা ও সংশ্লিষ্টদের সংগঠন ‘আমরা শিল্পীসমাজ’।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) চত্বরে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন সূচন্দা, অঞ্জনা, নূতন, তারিন, ফেরদৌস, রিয়াজ, নিপুণ, মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।

Advertisements

আয়োজনে চিত্রনায়ক রিয়াজ আহমেদ বলেন, আগুনসন্ত্রাস হলো ঘৃণ্য অপরাধ।

এ ধরনের কর্মকাণ্ড যারা করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
এ সময় চিত্রতারকা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী ফেরদৌস আহমেদ বলেন, আপনারা যারা মানবাধিকারের কথা বলেন তারা কি ভুলে গেছেন যে আগুন-সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন।

মানুষকে পুড়িয়ে মারা মানবাধিকার লঙ্ঘন। আপনারা মানবাধিকারের কথা বলেন, অথচ নিজেরাই জ্বালাও পোড়াও করছেন।

Advertisements

সামনে নির্বাচন। আমরা সবাই চাই একটা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে তা অনুষ্ঠিত হোক। দেশের জনগণ কখনও অশান্তি চায় না।

চিত্রনায়িকা নূতন বলেন, আমাদের এখানে এসে তো সমাবেশ করার কথা নয়। প্লিজ আপনারা আগুন নিয়ে খেলা বন্ধ করুন। দেশের মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষকে আর কষ্ট দেবেন না।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেত্রী নিপুণ বলেন, সাধারণ মানুষের চলাচলের বাহন হলো বাস। আর এখন মানুষরা বাসে উঠতে ভয় পাচ্ছে। কর্মক্ষেত্রে যেতে পারছে না। প্রভাব পড়ছে তাদের আর্থিক সংস্থানের। আমার প্রশ্ন হলো, নির্বাচন এলেই কেন সাধারণ মানুষের মৃত্যু হয়?

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন