এ বার আমাল মালিকের আত্মীয় ও বলিউডের ট্যালেন্ট ম্যানেজার রোশন গ্যারি ফারহানাকে নিয়ে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে রোশন বলেন, ‘ফারহানা হচ্ছে শয়তান, সন্ত্রাসবাদীও বলা যেতে পারে। বলতে চাইনি, কিন্তু এমন কিছু লোক থাকে যারা খুন করে রক্ত পান করেও হাসে, ফারহানা তেমনই।’
এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়ে ফারহানার সমর্থক ও তার টিম।
তারা এক বিবৃতিতে জানান, ফারহানা খুব মার্জিতভাবে খেলছেন এবং দর্শকদের মন জয় করছেন। তাকে সন্ত্রাসবাদী বলা অত্যন্ত অপমানজনক। শুধু কি কাশ্মীর থেকে আসার জন্যই এমন তকমা দেওয়া হলো?
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ফারহানা বরাবরই শান্তির পক্ষে কথা বলেন এবং সন্ত্রাসবাদের বিরোধিতা করেন। নিজের দেশ নিয়ে তিনি গর্বিত।
একজন সাহসী, শিক্ষিত ও দেশপ্রেমী নারীর বিরুদ্ধে এমন মন্তব্য খুবই দুঃখজনক।’
এই বিতর্ক তখনই সামনে আসে, যখন ‘বিগ বস’-এর ঘরের ভেতরে থাকা ফারহানা এখনও এসব মন্তব্য সম্পর্কে জানেন না। তবে তার টিম ও সমর্থকরা জানিয়েছেন, ঘৃণার বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। ফারহানা শক্তি, সাহস ও শান্তির প্রতীক।