নাসিম রুমি: ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। এই প্রতিযোগিতার ১৯তম আসরে বিজয়ী হয়েছেন অভিনেতা গৌরব খান্না। ৩ মাসের বেশি সময় বিগ বসের ঘরে থাকার পর বিজয়ের ট্রফি ছিনিয়ে আনলেন ৪৩ বছরের গৌরব।
রবিবার (৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয় বিগ বসের এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক বলিউড অভিনেতা সালমান খান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বিগ বস বিজয়ী গৌরব খান্না ট্রফির পাশাপাশি নগদ ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখ ৭৯ হাজার টাকার বেশি) পুরস্কার হিসেবে পেয়েছেন। তাছাড়া বিগ বসের ঘরে একটি টাস্ক জয়ের কারণে ১৪ লাখ রুপি দামের নতুন একটি গাড়ি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।
পাঁচ প্রতিযোগীকে নিয়ে শুরু হয় গ্র্যান্ড ফিনালে। তারা হলেন—গৌরব খান্না, ফারহানা ভাট, প্রণিত মোর, তানিয়া মিত্তল, অমল মালিক। এতে ফার্স্ট রানার আপ হয়েছেন ফারহানা ভাট।
বিজয়ী হওয়ার গৌরব খান্না মিডিয়ার সঙ্গে কথা বলেন। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, বিগ বসের ঘরে থাকার সময়ে কখনো হতাশ বা মনখারাপ হয়েছিল কি না? জবাবে গৌরব খান্না বলেন, “বিগ বসের ঘরে কখনো খুব হতাশ বোধ করিনি। আমার রাগ হয়েছিল, যখন ফারহানা আমার টিভি পেশা ও সেই ভক্তদের নিয়ে প্রশ্ন তুলেছিল; যারা গত ২০ বছর ধরে আমাকে টেলিভিশনে সমর্থন করে এসেছেন।”
ফার্স্ট রানারআপ ফারহানা ভাটের অন্যান্য আচরণেও শান্ত ছিলেন গৌরব। এ বিষয়ে এই অভিনেতা বলেন, “ফারহানা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, গালি দিয়েছে, আওরাত বলেছে, গালিজ আদমি বলেছি, তখনো আমার কোনো সমস্যা হয়নি। কারণ এগুলো আমি নিতে পারি।”
বিগ বসের ১৯তম সিজনের গ্র্যান্ড ফিনাল ছিল তারকাখচিত। অনেক চলচ্চিত্র ও টিভি তারকা উপস্থিতি ছিলেন। অভিনেতা কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে তাদের পরবর্তী ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার প্রচারের জন্য উপস্থিত ছিলেন। সানি লিওনি ও করণ কুন্দ্রা ‘স্প্লিটসভিলা এক্স৬’–এর প্রচারের জন্য যোগ দেন।
