English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
- Advertisement -

বিজয় দিবসের বিশেষ নাটকে মৌ

- Advertisements -

নাসিম রুমি: জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ বিজয় দিবস উপলক্ষে নির্মিত বিশেষ নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ডাক্তার বাড়ি’। বিশেষ দিবসের নাটকে মাঝেমধ্যে কাজ করলেও মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে এটি তার উল্লেখযোগ্য নতুন সংযোজন।

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন রাজু আলীম।

পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে দেখানো হয়েছে- একটি বাড়ি থেকে কীভাবে মুক্তিযোদ্ধারা গোপনে সহায়তা পেয়েছিলেন।

নাটকের গল্পে গ্রামীণ এক ডাক্তারের মেয়ে মল্লিকা চরিত্রে দেখা যাবে মৌকে। বাবাকে না জানিয়ে সে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়।

এক সময় দুষ্কৃতকারীরা ডাক্তারকে হুমকি দেয়- বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দিতে হবে। ভয় পেয়ে গেলেও মল্লিকা তার বাবাকে একদিন সময় দিতে বোঝায়। এরপর ঘটনাপ্রবাহ নতুন মোড় নেয়।

ঢাকার নবাবগঞ্জে সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

এতে মল্লিকার বাবার চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া। মুক্তিযোদ্ধার চরিত্রে রয়েছেন আহসান হাবিব নাসিম।

নতুন নাটকটি নিয়ে মৌ বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক কাজ আমার খুব বেশি করা হয়নি। এত সুন্দর একটি গল্পে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ লেগেছে। চরিত্রটিকে নিজের সর্বোচ্চটা দিয়ে ধারণ করার চেষ্টা করেছি।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘ডাক্তার বাড়ি’। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xqi8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন