করোনার কারণে দুই বছর সব ধরনের শুটিং থেকে দূরে ছিলেন ইয়ামিন হক ববি। তবে রেহাই পাননি করোনার হাত থেকে ৷ গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘রাজত্ব’ নায়িকা। নতুন বছরের শুরুতে ফের কাজে ফিরেছেন ববি। সম্প্রতি ‘আলপিন’ নামে একটি ওয়েব ছবিতে চুক্তবদ্ধ হয়েছেন।
কথা ছিল, সেই ছবির শুটিং দিয়েই ক্যামেরার সামনে ফিরবেন। কিন্তু তার আগেই ববিকে পাওয়া গেল বিটিভির একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে। নুসরাত জান্নাত রুহীর উপস্থাপনায় ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে ববি কথা বলেছেন তাঁর বর্তমান ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
ববি বলেন, ‘অনেকদিন পর বিটিভিতে হাজির হয়েছি। তিন-চার বছর তো হবেই। আমাদের প্রজন্মের প্রত্যেকের ছোটবেলা কেটেছে বিটিভি দেখেই। শুক্রবারের ছবি, ছায়াছন্দ, প্যাকেজ নাটকসহ প্রতিটি অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। এখন সময় পাল্টেছে। দেশে আরো অনেক টিভি চ্যানেল হয়েছে। তবে বিটিভির প্রতি আমার ভালোবাসা এখনো কমেনি। ‘শিগগিরই বিটিভিতে প্রচারিত হবে ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানটি ৷
The short URL of the present article is: https://www.nirapadnews.com/sqwo