সম্প্রতি ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। এবার আরিয়ান খানের সিরিজটিতে অভিনয় করা নিয়ে বিব্রতকর এক পরিস্থিতি সৃষ্টি হলো অভিনেতার বাড়িতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তার ছেলে আয়ান হাশমি বাবার এই কামব্যাক নিয়ে মোটেও খুশি নয়। বরং, স্কুলে বন্ধুদের খোঁচায় লজ্জিত হয়ে আয়ান এখন স্কুলে যেতে চায় না।
ইমরান হাশমি বলেন, আয়ান এটা নিয়ে সত্যিই খুব লজ্জিত। স্কুলে ওদের কিছু সোসাইটি আছে, যেখানে নানা জিনিস শেখানো হয়। ওর সব বন্ধু এখন ওকে বলছে, কেন ও ইনটিমেসি কোচ’ হচ্ছে না!
যদিও মজার ছলেই এসব কথা বলেন অভিনেতা। তার কথায়, আয়ান বলে, ‘তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছো, এটা এখন একটা নিয়মিত জোক। প্রতিদিন স্কুলে গেলে আমাকে এই কথা শুনতে হয়… তাই তুমি কি এটা বন্ধ করবে?
‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর একটি দৃশ্য নিয়েই মূলত এই আলোচনা। সেখানে অভিনেতা রাঘব জুয়েল ‘ইনটিমেসি’ শিখতে ইমরান হাশমির কাছে যান। উল্লেখ্য, সিরিজটির ক্যামিওতে আসল ‘ইমরান হাশমি’ হয়েই ধরা দিয়েছিলেন অভিনেতা। যদিও এই দৃশ্য নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানান, এই দৃশ্যটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত।

