English

28.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

বিবস্ত্র হয়ে ব্যস্ত রাস্তায় অভিনেত্রী…

- Advertisements -

মার্কিন অভিনেত্রী আমান্ডা বাইন্স। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় টিভি সিরিজ ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। কিন্তু সেই আমান্ডা বিবস্ত্র হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এ খবর প্রকাশ করেছে।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেন— ‘রোববার (১৯ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের কাছে হাঁটতে দেখি আমান্ডা বাইন্সকে। এসময় তার পরনে কোনো কাপড় ছিল না। ওই সময়ে একটি গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বলেন, তিনি মানসিক হাসপাতাল থেকে আসছেন। এরপর পুলিশ ডাকা হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।’

পুলিশের একটি সূত্র বলেন, ‘নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয় আমান্ডাকে। সেখানে একটি মেডিক্যাল টিম পরীক্ষা করে জানান, তাকে মানসিক হাসপাতালে রাখতে হবে।’

আমান্ডার ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমার সঙ্গে আমান্ডার কথা হয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে আরো কয়েক দিন তাকে থাকতে হবে।’

আমান্ডা বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত। এর আগে এক প্রতিবেশীর ড্রাইভওয়েতে আগুন লাগিয়েছিলেন, নিজের কুকুরকে আগুনে ফেলে দিয়েছিলেন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি আমান্ডার। হলিউডে নব্বই দশকের অন্যতম চেনা মুখ তিনি। ‘হোয়াট আই লাইক অ্যাবাউট ইউ’, ‘হোয়াট আ গার্ল ওয়ান্টস’-এর মতো কাজ তার ঝুলিতে রয়েছে। কর্মজীবনের শুরুতে সাফল্য পেলেও পরে অবসাদ ও মাদকাসক্তির অন্ধকারে তলিয়ে যান এই অভিনেত্রী।

মানসিক অসুস্থতার কারণে ২০১৩ সাল থেকে ‘কনজারভেটরশিপ’-এর আওতায় নেওয়া হয় আমান্ডাকে। গত বছর শেষ হয় ‘কনজারভেটরশিপ’-এর মেয়াদ। কিন্তু গত কয়েক দিন ধরে ওষুধ খাচ্ছিলেন না আমান্ডা। যার ফলে এই বিপত্তি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o2yp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন