English

33 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

বিবাহিত জীবনের ২৩৪ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

- Advertisements -

নাসিম রুমি: বছর শুরুর পরের মাস ফেব্রুয়ারিতেই ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এ মুহূর্তে তারা সুখী তারকা দম্পতি। তাদের সংসারজীবন ইতোমধ্যে আট মাস পেরিয়েছে। সম্প্রতি এক সাক্ষাতকারে বিয়ের ২৩৪ দিনের সংসারজীবন কেমন কেটেছে, সে অনুভূতিই প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী।

অভিনেত্রী বলেন, বিয়ের পর তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে মাত্র। তিনি বলেন, আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনো ভালো বন্ধু হিসেবেই আছে। তো ওই ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে এখনো আছে।

মেহজাবীন বলেন, বিয়ের পর আমার জীবন আরও সহজ হয়েছে। আগে কোনো কিছু করতে হলে আমি শুধু আমার পরিবারকে বলতাম…। তিনি বলেন, আর এখন আমাকে হেল্প করার জন্য আরও অনেকজন চলে এসেছে। আমার ফ্যামিলি সাইজটা আরও বেড়ে গেছে এবং সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে। তারা আমার কাজকে অনেক সাপোর্ট করেন, আমার চাওয়া-পাওয়াগুলো ওনারা অনেক ভালোভাবে দেখে রাখেন। তো আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি।

মেহজাবীনের মুখের দিকে তাকিয়ে তাকে ‘খুব সুখী একজন মানুষ’ বলে অভিহিত করেন সঞ্চালক। সেই সময় অভিনেত্রী হেসে বলেন, এটি এর আগেও তিনি শুনেছেন। মেহজাবীন বলেন, আমাকে একজন কয়েক দিন আগে এসে এ রকম করে বললেন— মেয়েরা জীবনে আফটার ম্যারেজ হ্যাপি আছে কিনা, সেটি তাদের ফেস দেখলেই বোঝা যায়।

তিনি বলেন, আমাকে দেখে বলছেন— তুমি যে অনেক হ্যাপি আছো এটা বোঝা যাচ্ছে। আমি ঠিক জানি না উনি কীভাবে বুঝেছেন— বাট আই অ্যাম ভেরি হ্যাপি ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

বিবাহিত জীবনের ২৩৪ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে জিজ্ঞেস করতেই হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, এটা কে গুনেছে বসে বসে? তবে ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে এ হিসাব এসেছে শুনে মেহজাবীন আনন্দের সঙ্গে বলেন, তার বিবাহিত জীবন খুবই ভালো কাটছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cqe5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন