English

29.5 C
Dhaka
শনিবার, অক্টোবর ১১, ২০২৫
- Advertisement -

বিমানবন্দরে আচমকা মুখোমুখি রণবীর-দীপিকা

- Advertisements -

নাসিম রুমি: এক সময় বলিউডের সবচেয়ে হট কাপল ছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। তাদের প্রেম ছিল ‘টক অব দ্য টাউন’। দুজনেই ভালোবাসা জাহির করতেন খোলামেলাভাবে। শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ক্যাটরিনার সঙ্গে জড়িয়ে যান রণবীর। এরপর বেশ তিক্ততার সঙ্গেই তাদের সম্পর্কে ছেদ পড়ে।

 

যদিও পরবর্তী সময় নিজেদের সমস্যা মিটিয়ে নেন রণবীর ও দীপিকা। এমনকি, কখনো অ্যাওয়ার্ড শো, বলিউড পার্টিতে তাদের একসঙ্গে দেখাও গিয়েছিল।

গতকাল রবিবার এবার ফের মুম্বাই বিমানবন্দরে মুখোমুখি হলেন দুই প্রাক্তন। সোশ্যালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা ধূসর রঙের কো-অর্ড সেট এবং সাদা জুতা পরে নিজের গাড়ি থেকে নামছেন।

এ সময় তার পরনে ছিল গাঢ় সানগ্লাস এবং সঙ্গে ছিল একটা হ্যান্ডব্যাগ। এর কিছুক্ষণ পরেই কালো পোশাক পরে বিমানবন্দরে আসেন রণবীর কাপুর।

পাপারাৎজিদের জন্য পোজ দেওয়ার পরে, তিনি হাত নেড়ে গেটের দিকে হেঁটে যান। এরপর এয়ারপোর্টের গেট দিয়ে ঢোকার পরে ব্যাটারি গাড়িতে বসে থাকা দীপিকার দিকে তাকিয়ে হাত নাড়েন রণবীর।

একই গাড়িতে ওঠেন তারা। একে-অপরকে জড়িয়েও ধরেন। দুজনকে পাশাপাশি বসে কথা বলতেও দেখা যায়। অন্য একটি ক্লিপে, দুজনে তাদের গন্তব্যে পৌঁছানোর পরে তারা একে-অপরকে আরও একবার জড়িয়ে ধরছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তারা নিজেদের গাড়ির দিকে হেঁটে যান। আলাদা হওয়ার আগে দুজনে দ্রুত আলিঙ্গন করেন।

দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়েছিল ২০০৮ সালে, তাদের প্রথম একসঙ্গে কাজ ‘বাচনা এ হাসিনো’-তে। পরে প্রায় ২ বছর ডেট করেছিলেন দীপিকা এবং রণবীর। পরে, দীপিকা ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেছিলেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম দুয়া।

অন্যদিকে রণবীর ২০২২ সালের এপ্রিলে আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ওই একই বছর তাদের কোলজুড়ে আসে মেয়ে রাহা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ayw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন