English

33.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

বিমানের ইকোনমি ক্লাসে চড়ে প্রশংসায় ভাসছেন রজনীকান্ত

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে বলা হয় মহাতারকা। ভারতের কোনো কোনো স্থানে তাকে দেবতার মতো সম্বোধনও করা হয় বলে শোনা যায়। এছাড়াও তার সিনেমা হিটের অসংখ্য নজির তো রয়েছেই। এত বড় অভিনেতা হয়েও বিমানের ইকোনমি ক্লাসে তাকে ভ্রমণ করতে দেখা গেছে। বিমানে তাকে এমন অবস্থায় দেখে অন্যান্য যাত্রীরা এসে ভিড় করলেন।

দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক মুহূর্তে বিমান সিনেমা হলে রূপ নিল। অনুরাগীদের হাততালি, উচ্ছ্বাস অনায়াসে সামলাতে হাসিমুখে হাত নাড়লেন রজনীকান্ত। এরপরেই বসে পড়লেন নিজের আসনে। এমন এক মহাতারকাকে কাছ থেকে দেখে অভিভূত সবাই। মুহূর্তে সেই দৃশ্য ভাইরাল হয়েছে।

রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। তবে তিনি রজনীকান্ত নামে পরিচিতি লাভ করেছে। অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন। তার এমনও দিন গেছে, একসময়ে দুবেলা দুমুঠো খাবারের জন্য তাকে দিন-রাত কাজ করতে হয়েছে। কখনো কুলি হয়ে জিনিসপত্র বয়ে দিয়েছেন, কখনো বাসের টিকিট কেটেছেন কন্ডাক্টর হয়ে। আজ সেই তিনি ৪০০ কোটি রুপির মালিক। তারপরও তিনি বিলাসী জীবনযাপন করেন না। বিমানে চড়েন ইকোনমি ক্লাসে।

গত বছরও রজনীকে এভাবেই বিমানের ইকোনমি ক্লাসে চড়তে দেখা যায়। সামান্য ধনী কিংবা খ্যাতির আলোয় সামান্য ভেসে থাকা মানুষও যেখানে বিজনেস ক্লাস ছাড়া বিমানে চড়েন না। সেখানে রজনীর এ অভ্যাস বলে দেয় এ বিনয়ই তাকে মহাতারকা করেছে। পাশাপাশি বিমানে উঠে সবার সঙ্গে হাসিমুখে কথাবার্তা চালিয়ে তিনি বুঝিয়ে দিতে পেরেছিলেন মানুষের মাঝে থেকেই তিনি তারকা হয়ে উঠতে জানেন।

রজনীকান্তকে ২০২৪ সালের ‘ভেট্টিয়ান’ সিনেমায় শেষবার দেখা যায়। এবার অপেক্ষা ‘কুলি’ ও ‘জেলার ২’-র। ভক্তরা মুখিয়ে রয়েছেন ‘থালাইভা’র নতুন সিনেমার জন্য। এরই ফাঁকে বিমানে হাস্যোজ্জ্বল মুখে তারকাকে নিয়ে মজেছে নেটিজেনরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l8yv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন