English

29.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, ৭৫ লাখ টাকা দাবি অভিনেত্রীর

- Advertisements -

২০০২ সালে রবিকুমার পরিচালিত ‘পঞ্চতন্থিরম’ ছবিতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রামায়া কৃষ্ণান। ওই ছবির সেটেই পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী। যদিও পরিচালক বিয়ে করেননি এ অভিনেত্রীকে।

একটি সূত্র জানায়, বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান পরিচালক রবিকুমার। বিষয়টি জেনে ফেলেন রবির স্ত্রী। একপর্যায়ে রামায়াকে হুমকি দেন পরিচালকের স্ত্রী। এরপরই তাদের সম্পর্কের সমীকরণ জটিল হতে শুরু করে। একপর্যায়ে পরিচালক রামায়ার সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। যদিও তখন নাকি নির্মাতার সন্তানের মা হতে চলেছিলেন অভিনেত্রী। গর্ভপাত করানোর জন্য রবিকুমারের কাছ থেকে ৭৫ লাখ টাকা দাবিও করেন তিনি।

কারণ সম্পর্ক বাঁচানোর জন্য রামায়া কিংবা রবিকুমার ওই মুহূর্তে সন্তানের জন্য প্রস্তুত ছিলেন না। যদিও পরে প্রেম, সন্তানধারণ এবং গর্ভপাত নিয়ে দুজনকে প্রশ্ন করা হলে তারা সেটি অস্বীকার করেন।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এ অভিনেত্রী চার দশকের ক্যারিয়ারে ২৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন বাঘা বাঘা জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে— অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী এবং গোবিন্দর মতো তারকা। যার শুরুটা নব্বই দশকে।

যদিও ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই সময়ে পরিচালকের সঙ্গে তার সম্পর্ক কারোই অজানা ছিল না। একাধিক ছবিতে তিনি রবিকুমারের সঙ্গে কাজ করেছেন। ১৯৯৯ সালে ‘পাড়ায়াপ্পা’ ও ‘পাটালি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজন। এ দুই ছবির হাত ধরেই সাফল্যের মুখ দেখেন অভিনেত্রী।

২০০৩ সালে তেলেগু ছবির প্রযোজক কৃষ্ণ ভানসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রামায়া কৃষ্ণান। ২০০৩ সালের ১২ জুন বিয়ে করেন তারা। আর বিয়ের পরেই তাদের কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। যার নাম হৃত্বিক কৃষ্ণান। বর্তমানে কৃষ্ণ ভানসির সঙ্গেই সুখের সংসার এ অভিনেত্রীর।

৫৪-তে এসেও এখনো নিজের সৌন্দর্য ও তারুণ্য ধরে রেখেছেন রামায়া। নিজের অভিনয়ের গুণে ভক্তদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। বিশেষ করে বাহুবলি সিনেমায় রামায়ার চরিত্র আলাদা করে নজর কেড়েছে দর্শকমহলে। অনেকেই তাকে ‘বাহুবলির মা’ হিসেবেও চিনেছেন।

উল্লেখ্য, তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি— এই পাঁচ ভাষার ছবিতে কাজ করেছেন রামায়া কৃষ্ণান। আপাতত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে চারটি ফিল্মফেয়ার পুরস্কার, তিনটি নন্দী পুরস্কার এবং একটি তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ab5x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন