English

26.5 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
- Advertisement -

বিয়ের তারিখ চূড়ান্তের পরেও যে কারণে বিয়ে ভাঙে মমতা-মিঠুনের

- Advertisements -
১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন মমতা শঙ্কর। সেই বছরই একই সময় নিজের প্রথম বিয়ে করেছিলেন মিঠুন চক্রবর্তী। তবে মমতা শঙ্কর এবং মিঠুনকে নিয়ে এককালে বিস্তর আলোচনা হয়েছিল। ‘মৃগয়া’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সম্পর্কের শুরু।
যে সম্পর্ক গড়িয়েছিল বিয়ের কথাবার্তা পর্যন্ত।শোনা যায় তাদের বিয়ের তারিখ পর্যন্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গড়ায়নি তাদের সম্পর্ক। তবে এখন পুরনো দিনের কথার প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বললেন, যা হয়েছে সব ভালোর জন্যই হয়েছে।

সম্প্রতি এ কথা বলেন মমতা শঙ্কর।

শোনা যায়, মুম্বাইয়ে গিয়ে মিঠুনের নানা নায়িকার সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরেছিলেন অভিনেত্রী। তারপরেই বিয়ের তারিখ চূড়ান্ত হওয়া সত্ত্বেও ভেঙে দেন বিয়ে। এটা কি সত্যি? তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘না না ব্যাপারটা একেবারেই সেটা নয়।

এটা ঠিক সারিকাসহ বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে মিঠুনের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। আমি মুম্বাইয়ে গিয়ে জানতেও পেরেছিলাম। কিন্তু পরে মিঠুন আমায় বলেছিল কাজের অনেক সময় অনেক কিছু করতে হয়। কিন্তু সে কারণে আমাদের বিয়ে ভাঙেনি।’

অভিনেত্রী যোগ করেন,  ‘আমাদের যখন বিয়ের তারিখ পাকা হয় তখন ও (মিঠুন) ফাঁকা ছিল।

সেভাবে কাজ আসছিল না। কিন্তু তারপরেই হঠাত্ৎ একের পর এক মুম্বাইয়ে ওর কাজ আসা শুরু করে। তখন ও বলেছিল সেই মুহূর্তে বিয়ে করতে পারবে না। দু’বছর অপেক্ষা করে যেতে। যেটা আমার পক্ষে সম্ভব হয়নি।’

খুবই রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা তার। তাই কোনো ধরনের আলোচনা, গসিপ হোক তার ব্যক্তিগত জীবন নিয়ে সেটা চাননি অভিনেত্রী। তাই সিদ্ধান্ত নিয়েছিলেন। উল্লেখ্য, বর্তমানে এখন তারা ভালো বন্ধু। মমতা শঙ্কর এবং মিঠুনকে শেষ দেখা গিয়েছিল ‘প্রজাপতি’ ছবিতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mpp9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন