সম্প্রতি এ কথা বলেন মমতা শঙ্কর।
শোনা যায়, মুম্বাইয়ে গিয়ে মিঠুনের নানা নায়িকার সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরেছিলেন অভিনেত্রী। তারপরেই বিয়ের তারিখ চূড়ান্ত হওয়া সত্ত্বেও ভেঙে দেন বিয়ে। এটা কি সত্যি? তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘না না ব্যাপারটা একেবারেই সেটা নয়।
এটা ঠিক সারিকাসহ বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে মিঠুনের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। আমি মুম্বাইয়ে গিয়ে জানতেও পেরেছিলাম। কিন্তু পরে মিঠুন আমায় বলেছিল কাজের অনেক সময় অনেক কিছু করতে হয়। কিন্তু সে কারণে আমাদের বিয়ে ভাঙেনি।’
অভিনেত্রী যোগ করেন, ‘আমাদের যখন বিয়ের তারিখ পাকা হয় তখন ও (মিঠুন) ফাঁকা ছিল।
সেভাবে কাজ আসছিল না। কিন্তু তারপরেই হঠাত্ৎ একের পর এক মুম্বাইয়ে ওর কাজ আসা শুরু করে। তখন ও বলেছিল সেই মুহূর্তে বিয়ে করতে পারবে না। দু’বছর অপেক্ষা করে যেতে। যেটা আমার পক্ষে সম্ভব হয়নি।’
খুবই রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা তার। তাই কোনো ধরনের আলোচনা, গসিপ হোক তার ব্যক্তিগত জীবন নিয়ে সেটা চাননি অভিনেত্রী। তাই সিদ্ধান্ত নিয়েছিলেন। উল্লেখ্য, বর্তমানে এখন তারা ভালো বন্ধু। মমতা শঙ্কর এবং মিঠুনকে শেষ দেখা গিয়েছিল ‘প্রজাপতি’ ছবিতে।