English

20 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

বিয়ের পর মানসিক অবসাদে ভুগছিলেন মীরা

- Advertisements -

বলিউডের অন্যতম আলোচিত যুগল শাহিদ কাপুর-মীরা রাজপুত। ১১ বছর আগে জীবনের নতুন অধ্যায় শুরুর পর থেকে ভক্তদের কাছে তারা ধীরে ধীরে পছন্দের জুটিতে পরিণত হয়েছেন। সামাজিক মাধ্যমে দুজনকে ভালোই সরব থাকতে দেখা যায়। দিল্লির মেয়ে মীরাও স্বামীর পাশাপাশি নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন বলিউডের আলো-ঝলমলে দুনিয়ার সঙ্গে।

যদিও শাহিদ কাপুরকে বিয়ের পর নতুন সংসারে শুরুর দিনগুলো খুব একটা সুখকর ছিল না মীরার জন্য। তখন নাকি বেশ মানসিক অবসাদে ভুগতে হয়েছে শাহিদপত্নীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই কথাগুলো জানিয়েছেন তিনি।

মীরার ভাষ্যমতে, ‘বিয়ের পর আমি কিছুটা গুটিয়ে গিয়েছিলাম। আমার এই আচরণ দেখে অনেকেই ভাবতেন আমি হয়তো খুব নাকউঁচু বা অহংকারী। কিন্তু আসল সত্যিটা হলো, নতুন এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার অনেকটা সময় লেগেছিল।’

বিষণ্ণতার কারণ হিসেবে মীরা বলেন, ‘আমার বয়সি বন্ধুরা যখন ক্যারিয়ার গড়া কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দিচ্ছে, কেউবা চাকরিতে প্রমোশন পাচ্ছে ঠিক সেই সময়ে আমি ঘর-সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়ি। বন্ধুদের সঙ্গে আমার জীবনের এই ব্যবধান মানসিকভাবে বেশ পিছিয়ে দিয়েছিল আমাকে। মনে হতো একা হয়ে গেছি।’

যদিও দুঃসময়কে পেছনে ফেলে এখন ঘর সামলানোর পাশাপাশি নিজের পেশাগত জীবনেও শক্ত অবস্থান তৈরি করেছেন মীরা। বর্তমানে তিনি একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা। পাশাপাশি শাহিদের সঙ্গে তার সংসার জীবনও অনেকের কাছেই অনন্য বলে মনে হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ycfi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন