English

12 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
- Advertisement -

বিয়ের প্রশ্নে শ্রদ্ধা কাপুরের জবাবে নেটদুনিয়া তোলপাড়

- Advertisements -

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মানেই ভক্তদের কৌতূহল আর গুঞ্জনের কেন্দ্রবিন্দু। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সম্পর্ক সবকিছু নিয়েই আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়। এবার এক ভক্তের করা বিয়ে নিয়ে প্রশ্নে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের মজার জবাব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তার গয়নার ব্র্যান্ড পালমোনাস-এর একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও ঘিরেই শুরু হয় তার বিয়ে নিয়ে আলোচনা। দীর্ঘদিন ধরেই রাহুল মোদির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে, আর এ কারণেই বিষয়টি আরও বেশি নজর কেড়েছে।

ভিডিওটিতে শ্রদ্ধা বলেন, পরিসংখ্যান অনুযায়ী ভালোবাসা দিবসের সময়ে অনেক সম্পর্ক ভেঙে যায়। এরপর তিনি মজার ছলে বলেন, প্রেমের মৌসুমে একা থাকতে না চাইলে মানুষ চাইলে তাদের গিফট বক্স কিনতে পারে।

এই ভিডিওর কমেন্ট সেকশনেই এক নেটিজেন শ্রদ্ধার বিয়ে নিয়ে প্রশ্ন করেন। তিনি লেখেন, ‘শাদি কবে করবেন @shraddhakapoor ji?’

এর জবাবে শ্রদ্ধা হাস্যরসের সঙ্গে লেখেন, ‘ম্যায় করুঙ্গি, ইউ বিবাহ করুঙ্গি (আমি বিয়ে করবই)।’

শ্রদ্ধার এই জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস। একজন লেখেন, ‘@shraddhakapoor আমার সঙ্গে বিয়ে করে নাও।’

আরেকজন প্রশ্ন করেন, ‘@shraddhakapoor কবে?’

অন্য একজন লেখেন, ‘ম্যাডাম, কিন্তু কবে বিয়ে করবেন?’

শ্রদ্ধার সোজাসাপটা ও মজার জবাবই আবারও তাকে সামাজিক মাধ্যমে আলোচনায় নিয়ে এসেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jvcw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন