নাসিম রুমি: অনেকদিন ধরেই কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সম্পর্কে ছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তাদের মহাকাশে বিয়ের আয়োজনও প্রায় পাকাপাকি ছিলো। কিন্তু, মুহূর্তেই ভেঙে যায় টমের স্বপ্ন! কারণ, আলাদা হয়ে যান আনা দে আরমাস। এমতাবস্থায় বিয়ে তো ভাঙেই; সঙ্গে টম ক্রুজও হয়ে পড়েন একা।
এমন আবহের মাঝে শোনা গেল, বিচ্ছেদের কষ্ট কাটিয়ে এখন নতুন করে জীবনসঙ্গিনী খুঁজছেন এই অভিনেতা; ফের প্রেমে পড়ার জন্য পুরোপুরি প্রস্ততও তিনি। আর এক ঘনিষ্ঠ সূত্রের বরাতেই বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিনে উঠে এসেছে এই খবর।
কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে টম ক্রুজের সম্পর্কের স্থায়ীত্ব ছিল মাত্র নয় মাস। যুক্তরাষ্ট্রে ভারমন্টে শুরু হওয়া এই প্রেম লন্ডন ও মাদ্রিদ পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত তা টেকেনি। সংশ্লিষ্টদের মতে, টম ক্রুজের আধিপত্যবাদী স্বভাব এবং দুজনের মধ্যে ২৬ বছরের বয়সের ব্যবধানই এই বিচ্ছেদের মূল কারণ। এছাড়া আনা নিজেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে।
তবে বিচ্ছেদে মুষড়ে পড়লেও টম ক্রুজ বেশিদিন একা থাকতে রাজি নন। অভিনেতার ঘনিষ্ঠরা জানিয়েছে, তিনি বর্তমানে নতুন কারও সঙ্গে সম্পর্কের জন্য মুখিয়ে আছেন এবং বন্ধুবান্ধবদের তাকে কারও সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রেমিকা হিসেবে কেমন মেয়ে চান টম ক্রুজ, সেটিও জানা গেছে। অভিনেতার প্রত্যাশা, ব্রিটিশ উচ্চবিত্ত সমাজের কোনো নারী। তবে চলচ্চিত্র জগতের বাইরে এমন যোগাযোগ স্থাপন করা টমের জন্য কিছুটা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে সেই সূত্র।
তবে টমের সঙ্গে মানানসই কিছু প্রোফাইলের নাম ইতোমধ্যে উঠে এসেছে বলেও খবর পাওয়া গেছে। সূত্রগুলোর দাবি অনুসারে, তালিকায় রয়েছেন ডেমি মুর, অ্যাঞ্জেলিনা জোলি কিংবা জেনিফার লোপেজদের মতো বড় তারকারা। আবার এও শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকান সুন্দরী চার্লিজ থেরনের প্রতিও টম বিশেষ আগ্রহ দেখাচ্ছেন এবং শিগগিরই তার সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করছেন।
