চার বছর আগে হঠাৎ করে অভিনয় ছেড়ে আড়ালে চলে যান জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। চার বছর তাকে পাওয়া যায়নি নতুন কোন নাটক, টেলিফিল্মে কিংবা চলচ্চিত্রে। সম্প্রতি বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা। অভিনয় করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘হিট’ শিরোনামের একটি ধারাবাহিকে।
কেন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন হাসান মাসুদ? উত্তরে তিনি বলেন, ‘অনেক কারণেই অভিনয় থেকে এতদিন দূরে থাকা। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো- অভিনয় একঘেয়েমি লাগছিল। চরিত্রগুলো নিয়ে তৃপ্তি পাচ্ছিলাম না, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মনের বিরুদ্ধে কাজ করা হচ্ছিল। তাই অভিনয় থেকে বিরতি নিয়েছিলাম।’
ফেরার প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘অভিনয় ছেড়ে দেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম আর ফিরব না। এর মধ্যেই চার বছর কেটে গেল। কিন্তু একটা সময় এসে মনে হলো, আমাকে অভিনয়ই করতে হবে। তা ছাড়া একটা কর্ম দরকার। এই বয়সে এসে চাকরি করাটাও কঠিন। এসব ভেবেই ফিরে আসা।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uls6
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন