গত বছরের ডিসেম্বরে মা হওয়ার পর কিছুদিনের জন্য অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন রাধিকা আপ্তে। এবার বিরতি ভেঙে চমক নিয়ে ফিরছেন ‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ’ খ্যাত এই বলিউড অভিনেত্রী।
সদ্যই অন্তর্জালে মুক্তি পেয়েছে রাধিকার নতুন সিনেমা ‘সালি মোহাব্বত’-এর ট্রেলার। এই সিনেমার মধ্য দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী টিসকা চোপড়া।
ছবির নামে লুকিয়ে থাকা আবেগ, অস্থিরতা, সম্পর্কের টানাপোড়েন এবং অদৃশ্য রহস্যের ইঙ্গিত যেন ট্রেলারে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
অভিনেত্রী বললেন, ‘স্মিতার জগতটিতে এক ধরনের অস্বস্তিকর নীরবতা আছে।চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে ঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।’
‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোল’, ‘আন্ধাধুন’–বলিউডে একের পর এক সিনেমা-টিভি নাটকে ভিন্নধারার চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে নিজেকে এক বিশেষ জায়গায় নিয়ে গিয়েছেন রাধিকা আপ্তে। সমালোচকদের ভাষায়–তিনি সেই অভিনেত্রী, যিনি ছকভাঙা চরিত্রকে নিজের দক্ষতায় আরেক ধাপ এগিয়ে নিয়ে যান।
গত বছর ‘সিস্টার মিডনাইট’ ছবিতে শেষ দেখা গিয়েছিল রাধিকাকে।
এবার ফিরছেন ‘সালি মোহাব্বত’ দিয়ে। এতে রাধিকা ছাড়া আরো অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সৌরসেনী মৈত্র এবং বিশেষ চরিত্রে কুশা কাপিলা।
আগামী ১২ ডিসেম্বর ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব ফিল্মটি।
