English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
- Advertisement -

বিরতি ভেঙে ফিরছেন রাধিকা আপ্তে

- Advertisements -

গত বছরের ডিসেম্বরে মা হওয়ার পর কিছুদিনের জন্য অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন রাধিকা আপ্তে। এবার বিরতি ভেঙে চমক নিয়ে ফিরছেন ‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ’ খ্যাত এই বলিউড অভিনেত্রী।

সদ্যই অন্তর্জালে মুক্তি পেয়েছে রাধিকার নতুন সিনেমা ‘সালি মোহাব্বত’-এর ট্রেলার। এই সিনেমার মধ্য দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী টিসকা চোপড়া।

ছবির গল্প আবর্তিত হয়েছে ফুরসতগড় নামের এক নিরিবিলি, শান্ত শহরকে ঘিরে। সেখানে প্রকৃতি ও নিজের নীরব জগৎ নিয়ে একা থাকেন স্মিতা; যার চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তে। তার এই নিস্তরঙ্গ, বিচ্ছিন্ন জীবনে একদিন ঘটে যায় ভয়াবহ ডাবল মার্ডার। শহরের শান্তি যেমন ভেঙে পড়ে, তেমনি স্মিতার চারপাশেও নেমে আসে অদ্ভুত অস্থিরতা।
পুলিশি তদন্ত যত এগোয়, ততই পরিষ্কার হয়, ঘটনাটি মোটেও সরল নয়। তাহলে কি স্মিতা কেবল ঘটনাচক্রে যুক্ত একজন নিরীহ সাক্ষী? নাকি তিনি এই রহস্যের অন্ধকার গহ্বরে লুকিয়ে থাকা বড় কোনো সত্যের চাবিকাঠি? ট্রেলারের শেষ মুহূর্তগুলোতে দর্শকদের মনে প্রশ্নটা আরও বেশি তীব্র হয়ে ওঠে। 

ছবির নামে লুকিয়ে থাকা আবেগ, অস্থিরতা, সম্পর্কের টানাপোড়েন এবং অদৃশ্য রহস্যের ইঙ্গিত যেন ট্রেলারে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

অভিনেত্রী বললেন, ‘স্মিতার জগতটিতে এক ধরনের অস্বস্তিকর নীরবতা আছে।চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে ঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।’

‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোল’, ‘আন্ধাধুন’–বলিউডে একের পর এক সিনেমা-টিভি নাটকে ভিন্নধারার চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে নিজেকে এক বিশেষ জায়গায় নিয়ে গিয়েছেন রাধিকা আপ্তে। সমালোচকদের ভাষায়–তিনি সেই অভিনেত্রী, যিনি ছকভাঙা চরিত্রকে নিজের দক্ষতায় আরেক ধাপ এগিয়ে নিয়ে যান।

গত বছর ‘সিস্টার মিডনাইট’ ছবিতে শেষ দেখা গিয়েছিল রাধিকাকে।

এবার ফিরছেন ‘সালি মোহাব্বত’ দিয়ে। এতে রাধিকা ছাড়া আরো অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সৌরসেনী মৈত্র এবং বিশেষ চরিত্রে কুশা কাপিলা।

আগামী ১২ ডিসেম্বর ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব ফিল্মটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3jq8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন