এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। চিকিৎসকের পরামর্শে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মুখের টিউমার অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
অভিনেত্রী বলেন, ‘অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
৭ অক্টোবর অস্ত্রোপচার হয়েছে।’
অস্ত্রোপচারের আগে নিজেই নিজের অসুস্থতার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছিলেন স্পর্শিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আমি অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং কয়েক দিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি।’