English

25.6 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক নাসিরউদ্দিন দিলু’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক নাসিরউদ্দিন দিলু’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২০ সালের ৩ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। প্রয়াত এই চলচ্চিত্রব্যক্তিত্বের প্রতি জানাই বিন্ম্র শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
নাসিরউদ্দিন দিলু ১৯৪৪ সালের ১ মে, সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাপুরুষ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
নাসিরউদ্দিন দিলু প্রযোজিত অন্যান্য ছবির মধ্যে- সোনার চেয়ে দামি, রাজার রাজা, কাবিন, সাহস, নাচে নাগিন, রুপের রানী গানের রাজা, বুকের ধন, ফাঁসির আসামি, ভালোবাসা, মহান, আমি সেই মেয়ে, অন্যতম।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন জনাব নাসিরউদ্দিন দিলু। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যনির্বাহী সদস্য, সহকারি সাধারণ সম্পাদক, দুই বার সাধারণ সম্পাদক, দুই বার সহ-সভাপতি এবং সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা সংগঠনের নির্বাচনের সময়, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য হিসেবেও।
বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের একদা কান্ডারী হিসেবে সুপরিচিত ছিলেন নাসিরউদ্দিন দিলু। চলচ্চিত্রের চলমান দুঃসময়েও পেছন থেকে নিরলসভাবে কাজ করছেন এই মানুষটি। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে তাঁর অবদান অনিসীকার্য। চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছে অত্যান্ত ভদ্র ও ভালো মানুষ হিসেবে সমাদৃত জনাব নাসিরউদ্দিন দিলু, অনন্তলোকে ভালো থাকুন- এই আমাদের প্রার্থণা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yujb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন