English

27 C
Dhaka
বুধবার, নভেম্বর ১২, ২০২৫
- Advertisement -

বিশ্বমঞ্চে ‘মিস ইউনিভার্স’-এর সেরা ৫ নম্বরে বাংলাদেশের মিথিলা

- Advertisements -

নাসিম রুমি: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরি কে হবেন, তা জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে মিথিলা উড়াল দেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে। বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন এবং গুরুত্বপূর্ণ ভোটিং কার্যক্রম।

১২১ দেশের সুন্দরীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শামিল হয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সের ভোটিং পর্বে ৭৩ হাজার ভোট নিয়ে বিশ্বমঞ্চে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মিথিলা। পোস্টে অভিনেত্রী লিখেছেন— আমি কাঁদছি, সত্যি বলতে আমি জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩ হাজার ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।

কৃতজ্ঞতা প্রকাশ করে তানজিয়া জামান মিথিলা বলেন, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।

এর আগে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করেন তানজিয়া জামান মিথিলা। এরপর দেশের পতাকা নিয়ে মুকুট জয়ের প্রত্যাশা নিয়ে ছুটে যান থাইল্যান্ডে। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9kb5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন